‘হিরোইন’ হতে নগ্ন বেবো! সঙ্গমের দৃশ্যে বিতর্কের ঝড়

‘হিরোইন’ হতে নগ্ন বেবো! সঙ্গমের দৃশ্যে বিতর্কের ঝড়

মুম্বই: করিনা কাপুর মানেই উন্মাদনা৷ সেনশেসন৷ অভিনেত্রী হট লুকে ঘায়েল আপামর সিনে প্রেমী৷ তাঁর শরীরী আবেদনে ঘাম ঝরে পুরুষদের৷ তবে এই বলিউড ডিভাকে সে ভাবে বোল্ড চরিত্রে অভিনয় করতে দেখা যায় না৷ এমনকি তাঁর বিকিনি লুকও সেভাবে চোখে পড়ে না৷ সেই সেলেব কিনা নগ্ন? এ কথা ভাবতেই চোখ ছানাবড়া ভক্তদের৷ 

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় প্রত্যুষাকে ধর্ষণের হুমকি, লালবাজারের দ্বারস্থ অভিনেত্রী

অভিনেত্রীর নগ্ন হওয়ার কথা ভাবতেই ভক্তদের গায়ে কাঁটা দিয়েছিল৷ কিন্ত কী ভাবে এই সাহসী চরিত্রে অভিনয় করেছিলেন বেবো?  কতটা সাহস লেগেছিল তাঁর? এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানালেন অভিনেত্রী৷ করিনার নামের সঙ্গে হট কথাটা যুক্ত হলেও, তিনি সেভাবে বোল্ড দৃশ্য করেননি৷ তাই বোল্ড দৃশ্যে সেরার তালিকাতেও তার নাম উপরের সারিয়ে দেখা যায় না৷ তবে ব্যতিক্রম ছিল ‘হিরোইন’৷ এই ছবির শ্যুটিংয়ে এক অন্য করিনাকে দেখেন দর্শককুল৷ যা ছিল দর্শকদের কাছে নতুন প্রাপ্তি৷ 

সম্পূর্ণ নগ্ন হয়ে সঙ্গমের দৃশ্য শ্যুট করেছিলেন  করিনা৷ এই ছবির কিছু দৃশ্য ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছিল সেই সময়৷ যা নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয় বেবোকে৷ তবে তাঁর কাছে এই চরিত্র ছিল সাহসী পদক্ষেপ৷ নিজের সম্পূর্ণটা নিংড়ে অভিনয় করেছিলেন এই ছবিতে৷ তাঁর অভিনীত ছবির মধ্যে নিশ্চিত ভাবেই উল্লেখযোগ্য ‘হিরোইন’৷ 

আরও পড়ুন- নায়িকার শরীরী বিভঙ্গে কাবু নেট পড়া, ‘জাওয়ানি’ ধরে রাখতে কী করেন ক্যাটরিনা?

করিনা বলেন, ভক্তরা কোনও কালেই এভাবে তাঁকে দেখতে অভ্যস্ত নন৷ তাই তাঁরা কী ভাবে নেবেন তা নিয়ে চিন্তা ছিল৷ শ্যুটের সময়ও অস্বস্তিতে পড়তে হত তাঁকে৷ এই চরিত্রে অভিনয় করাটা খুবই কঠিন হয়ে ওঠে৷ তবে দক্ষতার সঙ্গেও বোল্ড দৃশ্যে অভিনয় করেছিলেন বেবো৷ তবে এটাই প্রথম আর এটাই শেষ৷ এর পর আর কোনও ছবির জন্য নগ্ন হননি অভিনেত্রী৷ এই ছবি হিট হলেও, তা নিয়ে বেশ বিতর্কও হয়েছিল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − twelve =