কৌন বনেগা ক্রোড়পতি হলেন দৃষ্টিহীন শিক্ষিকা

কৌন বনেগা ক্রোড়পতি হলেন দৃষ্টিহীন শিক্ষিকা

মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতির ১৩তম শুরু হতেই কয়েক এপিসোডের মধ্যেই ক্রোড়পতি হলেন দৃষ্টিশক্তিহীন একজন শিক্ষিকা৷ এই সিজনের প্রথম ক্রোড়পতি হলেন শিক্ষিকা হিমানি বুন্দেলা৷ তাঁর অসাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার জেরে দারুণ খেলে সপ্তম এপিসোডে এক কোটি টাকা জিতেছেন হিমানি। তবে এরপরও কেলা জারি রেখেছিলেন সাত কোটি টাকার জন্য৷ তবে সাত কোটির প্রশ্নের উত্তর না জানায় খেলা থেকে ‘কুইট’ করেছেন হিমানি।

সাত কোটি টাকার প্রশ্নে খেলাটা কেবিসির ইতিহাসে এককথায় নজির বলা যেতে পারে। সাত কোটির প্রশ্নে জিজ্ঞেস করা হয়, ‘ডক্টর বি আর আম্বেদকর ১৯২৩ সালে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে যে থিসিস জমা করে পুরস্কৃত হয়েছিলেন, তার নাম কী ছিল?’ এর সঠিক উত্তর, ‘দ্য প্রবলেম অফ দ্য রুপি’। যদিও হিমানি এই উত্তর জানার ব্যাপারে আত্মবিশ্বাসী না হওয়ায় খেলা থেকে কুইট করেন৷ অথচ কোনও লাইফলাইন ছাড়াই সপ্তম এপিসোডে এক কোটি টাকার প্রশ্নের উত্তর দিয়েছেন হিমানি বুন্দেলা। ষষ্ঠ এপিসোডের রোল ওভার প্রতিযোগী ছিলেন হিমানি। এক কোটি টাকা জেতার জন্য তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সে ব্রিটেনের গুপ্তচর হিসেবে কাজ করা নূর ইনায়াত খান কী নাম ব্যবহার করতেন?’ হিমানি উত্তর দিয়েছেন, ‘জেন মেরি রেনিয়ার’ এবং এটি ছিল সঠিক উত্তর।

হিমানির হাতে এক কোটি টাকার চেক তুলে দিয়ে ভীষণ উচ্ছ্বসিত হয়েছেন শো-এর সঞ্চালক অমিতাভ বচ্চনও। এবারের খেলায় কয়েকটি বদল করা হয়েছে। শো-তে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট রাউন্ডটিতে কিছুটা বদল আনা হয়েছে। এবার হবে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট ট্রিপল টেস্ট। একটির বদলে তিনটি সঠিক উত্তর সবচেয়ে কম সময়ে দিতে পারা ব্যক্তিই হটসিটে যেতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − three =