KBC-র সেটে আসছেন সুপার ৩০-র জনক আনন্দ কুমার

KBC-র সেটে আসছেন সুপার ৩০-র জনক আনন্দ কুমার

নয়াদিল্লি: খুব শীঘ্রই জনপ্রিয় রিয়ালিটি শো কৌন বনেগা ক্রোড়পতির সেটে দেখা যাবে ‘সুপার ৩০’-র প্রতিষ্ঠাতা আনন্দ কুমারকে৷ বিগ বি পরিচালিত এই শোয়ের ৫১, ৬১ এবং ৬২ তম এপিসোডে এক্সপার্ট হিসাবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ কেবিসি-১২র এই তিনটি এপিসোডেই এক্সপার্ট হিসাবে উপস্থিত থাকবেন বিহারের এই নামজাদা গণিতজ্ঞ৷  

আরও পড়ুন- প্রভাসের ‘আদিপুরুষ’-এ সীতার চরিত্রে কৃতি স্যানন

অমিতাভ বচ্চন পরিচালিত এই রিয়ালিটি শোয়ের জনপ্রিয়তা এত বছরে এক ফোটাও ক্ষুন্ন হয়নি৷ একই ভাবে মানুষের মনে জায়গা ধরে রেখেছে৷ বহু মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে কেবিসি’র হট সিট থেকে৷ এর আগেও কেবেসি’র সেটে এসেছিলেন সুপার ৩০-র জনক৷ ২০১৭ সালে টেলি পর্দায় তাঁকে প্রথম দেখা যায় বিগ বি’র সঙ্গে৷ সেই বছর ২৫ লক্ষ টাকা জিতেছিলেন তিনি৷ ‘অরক্ষণ’ ছবির জন্য শাহেনশাকে প্রস্তুত হতে সাহায্যও করেছিলেন আনন্দ কুমার৷ ফের কেবিসি-তে আসার সুযোগ পেয়ে বেশ খুশি তিনি৷ আনন্দ কুমার বলেন, ‘‘অমিতাভ বচ্চনের সাহচার্য সবসময়ই মনোরম৷’’

আরও পড়ুুন- ‘হালাল প্রেম’-কে অপূর্ব বললেন সানা, স্বামীর সঙ্গে নতুন ছবি পোস্ট অভিনেত্রীর

বিহারের বিখ্যাত গণিতজ্ঞ আনন্দ কুমারের বায়োপিকে অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন৷ আইআইটি-জেইই-র  প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের বিনামূল্যে টিউশন দিতেই সুপার তৈরি করেছিলেন আনন্দ কুমার৷ মূলত সমাজের নিচু তলার ছেলেমেয়েদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুত করেন আনন্দ। ২০০২ সালে শুরু হয়েছিল তাঁর সফর৷ রিক্সা ওয়ালা, শ্রমিক, পরিচারিকা এবং অন্যান্য পিছিয়ে পড়া মানুষের সন্তানদের বিনা পয়সায় থাকা খাওয়া এবং পড়াশোনার বন্দোবস্ত করেন তিনি৷ প্রতি বছর তাঁর কোটিং সেন্টার থেকে উঠে আসে প্রচুর মেধাবী৷ তাঁরা যোগ দেয় ইঞ্জিনিয়ারিং কলেজে৷ তাঁর উপর আধারিত সুপার ৩০ ছবিতে অভিনয় করে বড় সড় সাফল্য পেয়েছিলেন হৃত্বিক৷ দর্শকদের মন জিতে নিয়েছিল ছবিটি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 2 =