বিনোদন জগতে ফের করোনার থাবা, সৌমিত্রর পর মারণ ভাইরাসের শিকার কুমার শানু

মুম্বই: ফের দুঃসংবাদ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এবার করোনা আক্রান্ত প্লেব্যাক সিঙ্গার কুমার শানু। গায়কের টিম তাঁর ফেসবুক প্রোফাইলে এই খবর জানিয়েছে। সেখানে তারা লিখেছে, করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। রিপোর্ট পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে কুমার শানুর সুস্থতা কামনায় অনুরাগীদের প্রার্থনা করার আবেদনও জানানো হয়েছে ওই পোস্টে।

মুম্বই: ফের দুঃসংবাদ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এবার করোনা আক্রান্ত প্লেব্যাক সিঙ্গার কুমার শানু। গায়কের টিম তাঁর ফেসবুক প্রোফাইলে এই খবর জানিয়েছে। সেখানে তারা লিখেছে, করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। রিপোর্ট পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে কুমার শানুর সুস্থতা কামনায় অনুরাগীদের প্রার্থনা করার আবেদনও জানানো হয়েছে ওই পোস্টে।

গত ১৪ অক্টোবর কুমার শানুর লস অ্যাঞ্জেলসে যাওয়ার কথা ছিল। সেখানে তাঁর পরিবার- স্ত্রী সলোনি, কন্যা শ্যানন এবং আনাবেলের সঙ্গে সময় কাটাতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসায় তাঁর লস অ্যাঞ্জেলেসে যাওয়া স্থগিত হয়ে যায়। তাঁর সমস্ত পরিকল্পনাগুলি এখন আটকে দেওয়া হয়েছে। আপাতত কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা চলছে তাঁর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে তিনি যে বাড়িতে থাকেন, সেটি আপাতত সিল করে দেওয়া হয়েছে। তবে তাঁর পরিচারকদের করোনা পরীক্ষা করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। লস অ্যাঞ্জেলেস থেকে কুমার শানুর স্ত্রী জানিয়েছেন, ১৪ অক্টোবর তাঁর স্বামী লস অ্যাঞ্জেলসে আসতে না পারলেো 8 নভেম্বর আসার কথা রয়েছে। অবশ্য ততদিনে যদি করোনা মুক্ত হন তিনি তবেই মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ছাড়পত্র মিলবে। এই মুহূর্তে তিনি বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছেন। কুমার শানুর স্ত্রী এও জানিয়েছেন গত নয় মাস ধরে তাঁদের মধ্যে কোনও দেখা-সাক্ষাৎ হয়নি।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে গায়ক জানিয়েছিলেন যে তিনি লকডাউনের মাধ্যে ধারাবাহিকভাবে কাজ করছেন। দীর্ঘ নয় মাস পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করার অপেক্ষায় উত্তেজিত ছিলেন তিনি। কুমার শানু বলেন, “আমি দীর্ঘদিন ধরে আমার স্ত্রী সলোনি, কন্যা শ্যানন এবং আনাবেলের সঙ্গে থাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম এবং অবশেষে আমি আমার জন্মদিন, ২০ অক্টোবর তাদের সঙ্গে কাটাব।” কিন্তু তা হল না। 

কুমার শানুর ছেলে জায়ান ‘বিগ বস ১৪’-এ যোগদানের করেছেন। জায়ান একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তাঁর বাবা কীভাবে তাকে রিয়ালিটি টিভি শোতে অংশ নেওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। জায়ান বলেন “তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি এটি করার বিষয়ে নিশ্চিত তো? আমার আত্মবিশ্বাস দেখে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। তিনি আমাকে কয়েকটি টিপসও দিয়েছিলেন।” জায়ান শানুর আগের পক্ষের ছেলে। ঘটনাচক্রে, জায়ান তাঁর সৎ বোন শ্যাননের সঙ্গে কখনও দেখা করেননি। একটি সাক্ষাৎকারে শ্যানন বলেছিলেন, “আমি তাঁর সঙ্গে কখনও সাক্ষাৎ করিনি এবং কখনও কথা বলিনি। তবে আমি তাঁর সম্পর্কে অনেক কিছু শুনেছি। এখন, বিগ বসের মাধ্যমে প্রত্যেকে তাঁকে এবং তার ব্যক্তিত্বকে দেখতে পাবে। সুতরাং, আশা করি ভবিষ্যতে আমরা সাক্ষাৎ করব এবং কথাও বলব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 18 =