মামার সঙ্গে গিটার বাজাচ্ছেন ছোট্ট ইউভান

মামার সঙ্গে গিটার বাজাচ্ছেন ছোট্ট ইউভান

কলকাতা: এবার গিটার হাতে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল ছোট্ট ইউভানকে৷ এক বছর হওয়ার আগেই নেট দুনিয়ায় একেবারে সেলিব্রিটি বনে গিয়েছে রাজ-শুভশ্রী পুত্র৷  ইউভান এখন রীতিমতো নেটিজেনদের কাবু করে ফেলেছেন। তবে এবার নতুন রূপে অবতীর্ণ ছোট্ট ইউভান৷ তার কাণ্ডকারখানা দেখে অবাক সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়৷

শুভশ্রী সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন৷ ভিডিওয় দেখা যাচ্ছে, সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বসে গিটার বাজানোর চেষ্টা করছে ছোট্ট ইউভান। জিতের হাত থেকে গিটার কেড়ে নিতে উদ্যত রাজ-শুভশ্রী পুত্র৷। ছেলের এই সঙ্গীত প্রেম দেখে একেবারে হতবাক শুভশ্রী ও রাজ। দিন কয়েক আগেই রাজ ও শুভশ্রী জিৎ ও ইউভানের ছবি তাঁদের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেখানে জিৎ, ইউভানকে ভাগ্নে বলে পরিচয় দিয়েছিলেন। আর এবার ছোট্ট ভাগ্নের সঙ্গে গানের খেলায় মজলেন জিৎ।

জন্মের পর থেকেই রাজ-শুভশ্রীর পুত্র নেটপাড়া মাতিয়ে রেখেছে তার কর্মকাণ্ডে৷ কখনও বাবা রাজ চক্রবর্তী কাঁধে চেপে খুনসুটি, তো কখনও গানের তালে নেচে। আর সেলেব বাবা-মায়ের একমাত্র ছেলের এসব ভিডিও বাইরাল হতে সময় লাগে না৷ নেটিজেনরা তো তাকে টলিউডের তৈমুর আলি খানও বলতে শুরু করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − seven =