‘সুতোটা ছিঁড়ে দিলাম, নতুন ঘুড়ি ওড়াবো’! তাহলে কি নতুন সম্পর্কে লোপামুদ্রা? তুঙ্গে জল্পনা

‘সুতোটা ছিঁড়ে দিলাম, নতুন ঘুড়ি ওড়াবো’! তাহলে কি নতুন সম্পর্কে লোপামুদ্রা? তুঙ্গে জল্পনা

 

কলকাতা: লোপামুদ্রা মিত্র। বাংলা সঙ্গীত জগতের বহু পুরনো ও অত্যন্ত চেনা-পরিচিত মুখ। নিজের ব্যক্তিগত জীবনে সম্পর্ক নিয়ে বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন। আর তাই বুধবার বেলার দিকে সোশ্যাল মিডিয়ায় গায়িকার করা পোস্ট দেখে চমকে লেগেছিল তার অনুরাগী থেকে সঙ্গীতপ্রেমীদের।

বুধবার গায়িকা তার ফেসবুকে হঠাৎই লেখেন, ‘‘গানজীবন একটাই৷ নিজের আনন্দ হল শেষ কথা৷ সুতোটা ছিঁড়ে দিলাম৷ নতুন ঘুড়ি ওড়াবো৷ লাটাইটা ২৫ বছরের পুরোনো৷’’ এই পোস্ট দেখেই চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। তবে কী নায়িকা জীবনে নতুন সম্পর্কে জড়িয়েছেন? পুরনো সম্পর্কের পরিণতি কি হল? এরকমই হাজারও প্রশ্নে সারাদিন তোলপাড় ছিল সঙ্গীতপ্রেমীদের সোশ্যাল মিডিয়া।

তবে বিকেলের দিকে নিজেই সব ধোঁয়াশা কাটিয়ে দেন গায়িকা। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘‘সবাই তেমন ভাবছে তেমন কিছুই নয়। পুরোটাই গান সংক্রান্ত। এর সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের কোনও যোগাযোগ নেই৷’’ গায়িকার মতে, এই পোস্টের সঙ্গে সম্পর্কের ভাঙা-গড়ার কোনও সম্পর্ক নেই। নতুন গান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন তিনি। সেই নিয়েই এই পোস্ট। নতুন গান কেমন হবে তা খুব শিগগিরই জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =