প্রকাশ্যে আদরে -চুম্বনে ভরালেন মধুমিতা! কে এই ভাগ্যবান ব্যক্তি? ভাইরাল ভিডিয়ো

প্রকাশ্যে আদরে -চুম্বনে ভরালেন মধুমিতা! কে এই ভাগ্যবান ব্যক্তি? ভাইরাল ভিডিয়ো

2dcf24e3f4b5ebc83f60aad6fa95d276

কলকাতা: মধুমিতা সরকার মানেই উষ্ণ আবেদন। তিনি যেন প্রতিটা মুহূর্ত বাঁচেন নিজের শর্তে৷ দিনকয়েক আগেই তাঁর বাড়িতে নতুন অতিথি এসেছেন৷ সেই ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী৷ এবার অন্য এক নতুন অতিথির সঙ্গে ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিলেন টলিপড়ার এই লাস্যময়ী। দিলেন নয়া সম্পর্কের ইঙ্গিত৷ 

আরও পড়ুন- ধর্ম কোনও বাধা নয়, শীজানকে বোঝাতে হিজাব পরতে শুরু করেছিলেন তুনিশা!

মধুমিতার শেয়ার করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, তিনি প্রায় লাফিয়ে ঝাঁপিয়ে অভিনেতা সোহম মজুমদারের কোলে উঠে পড়ছেন৷ তার পর গলা জাপটে একেবারে ভরিয়ে দিচ্ছেন আদরে-চুম্বনে৷ নায়িকার এই কীর্তিতে তিনি যে খুব মজা পেয়েছেন তেমনটা নয়৷ বরং সোহমের মুখ দেখে মনে হচ্ছিল তিনি খানিকটা বিরক্ত৷ এদিন তাঁরা ছিলেন রং মিলান্তি৷ দু’জনকেই বেগুনি রঙের পোশাকে দেখা গিয়েছে। খোলা চুলে লাস্যময়ী মধুমিতার প্রাণ ভরা আদরে লজ্জায় লাল সোহম।

মধুমিতার ওই ভিডিয়ো পোস্ট হতেই ভাইরাল৷ দু’জনকে এত কাছাকাছি  ঘনিষ্ঠ অবস্থায় দেখে নেটিজেনরাও ভালাবাসায় ভরিয়ে দিয়েছেন। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে৷ কমেন্টে একজন জানতে চেয়েছেন, এদের কি রিলেশনশিপ চলছে? কেউ আবার বলেছেন, মধু দি এটা ঠিক করলে তুমি। তবে এই ভিডিয়োতে তিনি যে প্রেমের জল্পনা কয়েক গুন বাড়িয়ে দিয়েছেন, তা বলাই বাহুল্য৷ 

গত কয়েক বছরে অনেকখানি বদলে গিয়েছে মধুমিতার জীবন। নিজেকে আরও মোহময়ী করে তুলেছেন তিনি৷ কী ভাবে হট অবতারে অনুরাগীদের মন ছুঁতে হয়, তা বেশ ভালোই জানেন অভিনেত্রী। শরীরী উষ্ণতায় বলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত মধুমিতা।