মাধুরী দীক্ষিত নাচতে পারেন না! মন্তব্য সরোজ খানের

মাধুরী দীক্ষিত নাচতে পারেন না! মন্তব্য সরোজ খানের

মুম্বই: মাধুরী দীক্ষিত নাকি নাচতে পারেন না! এ কথা পাগলেও বিশ্বাস করবে? তবে হ্যাঁ ৯০ দশকের বলিউড ডিভা মাধুরীর নাচ প্রসঙ্গে এমনই মন্তব্য শোনা গিয়েছে সম্প্রতি৷ তাও আবার কোরিগ্রাফার সরোজ খান নাকি এহেন অভিযোগ করেছিলেন সেসময় চলচিত্র জগতে সদ্য পা দেওয়া মাধুরীকে নিয়ে পরিচালক সুভাষ ঘাইয়ের কাছে৷ হ্যাঁ, এমনটাই যে হয়েছিল তা ফাঁস করলেন খোদ পরিচালক সুভাষ ঘাই৷

সম্প্রতি ডান্স রিয়েলিটি শো, ডান্স দিওয়ানের সিজন ৩-এর বিশেষ অতিথি হয়ে এসে একথা প্রকাশ্যে আনেন পরিচালক সুভাষ ঘাই৷ সেখানেই তিনি বলেন, অনেকেই জানেন না যে একবার শ্যুটিং চলাকালীন সরোজ খান মাধুরীর সম্পর্কে অভিযোগ করেছিলেন। ১৯৮৭ সালে চেন্নাইতে উত্তর দক্ষিণ সিনেমার শুটিং চলাকালীন সরোজ খান মাধুরীকে নিয়ে অভিযোগ করেন। সরোজ খান পরিচালককে বলেছিলেন যে, মাধুরী অভিনয় ভালো করেন ঠিকই৷ কিন্তু তিনি একেবারেই নাচার ভঙ্গিমা জানেন না৷ যদিও মাস্টারজি-র কথা মানতে পারেননি পরিচালক ঘাই। কারণ মাধুরী যে একজন প্রশিক্ষিত কথক নৃত্যশিল্পী, সেটা তিনি জানতেন। তাই সেখানে মাধুরির কোনও সমস্যা হচ্ছে কি না, তা জানতে তিনি তড়িঘড়ি চেন্নাইয়ে গিয়েছিলেন৷ সেসময় অভিনেত্রী জানান যে, তিনি গানের ভাষা এবং স্টাইল বুঝে উঠতে পারছেন না৷ ফলে গানটিতে নাচের ভঙ্গিমাগুলো ঠিকমতো ফুটিয়ে তুলতে পারছেন না। পরিচালক ঘাই তখন অভিনেত্রীকে পরামর্শ দেন, সরোজ খানের মুখের ভঙ্গি ভালো করে লক্ষ্য করতে, তাহলেই হবে৷ এর পরই মাধুরী সংশ্লিষ্ট গানটিতে সরোজ খানের কোরিওগ্রাফিতে পারফর্ম করতে সক্ষম হন।

পরবর্তীকালে মাধুরীর সঙ্গে সরোজ খানের যে খুবই ভালো সম্পর্ক হয়েছিল তা বলাই বাহুল্য। ৯০ দশকের বলিউডও সরোজ খান এবং মাধুরী দীক্ষিত নেনে, গুরু শিষ্যের এই হিট জুটির সাক্ষী ছিল। সরোজ খানের নাচের সূক্ষ্মাতিসূক্ষ্ম ছন্দ যেন জীবন্ত হয়ে উঠত মাধুরীর নাচে। গুরু শিষ্যের এই জুটি দর্শককে একের পর এক অসাধারণ কোরিওগ্রাফি উপহার দিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + ten =