মহেশ ভাটের বিরুদ্ধে ফের অভিযোগ, এবার পরিচালকের দিকে আঙুল তুললেন আত্মীয়া

মুম্বই: বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেশ ভাটের। এবার পরিচালকের বিরুদ্ধে তোপ দাগলেন এক অভিনেত্রী। তিনি আবার মহেশ ভাটের আত্মীয়ও। নাম লভিনা লোধ। তিনি প্রকাশ্য ভিডিওয় জানিয়েছেন যে বলিউডে মাদক ও মহিলাদের নিয়ে কারবার চলে মহেশ ভাটের তত্ত্বাবধীনেই। এছাড়া মহেশ ভাটকে ইন্ডাস্ট্রির 'ডন'ও বলেছেন অভিনেত্রী।

মুম্বই: বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেশ ভাটের। এবার পরিচালকের বিরুদ্ধে তোপ দাগলেন এক অভিনেত্রী। তিনি আবার মহেশ ভাটের আত্মীয়ও। নাম লভিনা লোধ। তিনি প্রকাশ্য ভিডিওয় জানিয়েছেন যে বলিউডে মাদক ও মহিলাদের নিয়ে কারবার চলে মহেশ ভাটের তত্ত্বাবধীনেই। এছাড়া মহেশ ভাটকে ইন্ডাস্ট্রির ‘ডন’ও বলেছেন অভিনেত্রী।

শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে এই কথা জানান লভিনা। বলেন, তিনি নিজের ও তাঁর পরিবারের নিরাপত্তার জন্যই এই ভিডিও পোস্ট করছেন। মহেশ ভাটের ভাগ্নে সুমিত সবরওয়ালের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু তিনি এখন ডিভোর্স চান। কারণ তিনি জানতে পেরেছেন আমাইরা দস্তুর ও সপ্না পাব্বির মতো অভিনেত্রীদের মাদকের জোগান দান সুমিত। এছাড়া সুমিতের ফোনেও অনেক মেয়েদের ছবি থাকে। বিভিন্ন পরিচালকদের সেগুলো তিনি দেখান। লাভিনার কথায়, মেয়ের জোগান দেওয়ার মতো ঘৃণ্য কাজ করেন সুমিত। আর মহেশ ভাট এই সব কিছুই জানেন। অভিনেত্রী অভিযোগ এমন ঘটনায় উসকানি রয়েছে পরিচালকেরও। মহেশ ভাটকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন বলেও বর্ণণা করেন লাভিনা। তাঁর মতে গোটা চক্রের পাণ্ডা মহেশই। তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করেন। আর কেউ যদি তাঁর কথার অন্যথা করে তবে সেই ব্যক্তির জীবন নষ্ট করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন লভিনা।

তিনি আরও অভিযোহ তুলেছেন, বহু অভিনেতা, পরিচালক ও সংগীত পরিচালকের কেরিয়ার মহেশ ভাট নষ্ট করেছেন। ওই ব্যক্তিদের অজান্তেই ফোন করে তাঁদের কাজ নষ্ট করে দেন মহেশ। কেউ তা জানতে পারেন না। লভিনা নিজের জীবনের উদাহরণ দিয়ে বলেন যেদিন তিনি মামলা করেছেন সেদিন থেকে তাঁকেও টার্গেট করা হয়েছে। নানাভাবে তাঁকে উত্তক্ত করা হচ্ছে। বাড়ি থেকেও উৎখাত করার চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ অভিনেত্রীর। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁকে ফিরিয়ে দিয়েছে। তাঁর অভিযোগ নেওয়া হয়নি। অভিনেত্রী স্পষ্ট জানান, তাঁর বা তাঁর পরিবারের কোনও ক্ষতি হলে মহেশ ভাট, মুকেশ ভাট, সুমিত সবরওয়াল, সাহিল সায়গল, কুমকুম সায়গল তার জন্য দায়ী থাকবেন। তবে লভিনার এই অভিযোগ অস্বীকার করেছেন ভাট ক্যাম্পের আইনজীবী।

প্রসঙ্গত, মহেশ ভাটের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক অভিযোগ উঠেছে। তার মধ্যে সবচেয়ে বড় হল তিনি সুশান্ত সিং রাজপুত এবং রিয়া চক্রবর্তীর সম্পর্ক নষ্ট করার জন্য দায়ী। মহেশ ও রিয়ার অ্যাফেয়ারের কথাও তখন উঠে এসেছিল। পুলিশ মহেশ ভাটকে ডেকে জিজ্ঞাসাবাদও করে। যদিও একবারের পর আর পরিচালককে ডাকা হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল নিন্দার হয় তাঁকে নিয়ে। এবার লাভিনার অভিযোগের পরও বলিউড পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

I m being harrased by Mahesh Bhatt & family. Pls support.

A post shared by Actor | Luviena Lodh (@luvienalodh) on Oct 23, 2020 at 2:26am PDT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =