প্রেমিকের কয়েক ঘণ্টার মধ্যেই প্রেমিকার করোনা রিপোর্ট, অর্জুনের পর আক্রান্ত মালাইকাও

মুম্বই: অর্জুন কাপুরের পর এবার করোনা আক্রান্ত মালাইকা অরোরা। রবিবার দুপুরে অর্জুন কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রেমিকা মালাইকা করোনায় আক্রান্ত হয়েছেন বলে শোনা যায়। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা চালাচ্ছেন খবর।
 

মুম্বই: অর্জুন কাপুরের পর এবার করোনা আক্রান্ত মালাইকা অরোরা। রবিবার দুপুরে অর্জুন কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রেমিকা মালাইকা করোনায় আক্রান্ত হয়েছেন বলে শোনা যায়। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা চালাচ্ছেন খবর।

রবিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন অভিনেতা অর্জুন কাপুর। সেখানে তিনি লেখেন করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি সম্পূর্ণভাবে উপসর্গহীন। তাঁর শরীরে করোনার কোনও উপসর্গই দেখা দেয়নি বলে জানিয়েছেন অভিনেতা। তাঁর চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। আপাতত বাড়িতেই নিজেকে আইসোলেশনে রেখে চিকিৎসা করাচ্ছেন অর্জুন কাপুর। তিনি এও জানিয়ে দিয়েছেন হোম কোয়ারেন্টাইনে থেকেই চিকিৎসা চলবে তাঁর। এরপর অভিনেতা অনুরাগীদের তাঁর পাশে দাঁড়ানোর জন্য এবং তাঁকে করোনা যুদ্ধে সাহস জোগানোর জন্য আগাম ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন শরীর ও স্বাস্থ্য সম্পর্কে তিনি ক্রমাগত অনুরাগীদের আপডেট দিতে থাকবেন। এই দুঃসময় দ্রুত কাটিয়ে উঠবেন বলেও জানিয়েছেন অভিনেতা অর্জুন কাপুর।

আরও পড়ুন: সাতসকালে শমন, NCB অফিসে রিয়া, ঢোকার মুখেই ঘেরাও অভিনেত্রী

অর্জুন কাপুরের খবর প্রকাশ্যে আসার পরই জল্পনা শুরু হয় তাহলে কি প্রেমিকা মালাইকা অরোরারও করোনা পরীক্ষা করা হবে? কিন্তু সন্ধ্যার মধ্যেই খবর পাওয়া যায় পরীক্ষা হয়েছিল মালাইকারও। আর তাঁর শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। আপাতত তিনিও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। বস্তুত অর্জুন ও মালাইকা একসঙ্গেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে খবর। এদিকে এই খবর প্রকাশ হওয়ার পর থেকে ট্রোলড হতে শুরু করেছে এই সেলিব্রিটি জুটি। কারণ দুজনের কারওরই কোনও উপসর্গ দেখা যায়নি। অনেকে বিষয়টিকে ব্যঙ্গাত্মকভাবে ব্যাখ্যা করেছেন। অনেকে আবার প্রশ্ন তুলেছেন মাদকের প্রভাব নয় তো? বলাই বাহুল্য নেটিজেনদের আশঙ্কা সত্যি হওয়ায় এবং ঘটনাটি কাকতালীয় হওয়ায় ট্রোল হচ্ছেন অর্জুন ও মালাইকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *