ভাইরাল মিমি-নুসরতের চুম্বনের ছবি, লন্ডনে খোশমেজাজে দুই নায়িকা

কলকাতা: ছবির শুটিং করতে আপাতত লন্ডনে রয়েছেন মিমি চক্রবর্তী ও ননুসরত জাহান। মিমি গিয়েছেন 'বাজি' ছবির শুটিংয়ের জন্য। আর নুসরতের ‘স্বস্তিক সংকেত’-এর শুটিং চলছে লন্ডনে। ফলে একত্রিত হয়েছেন দুই অভিনেত্রী। আর তারপরই একসঙ্গে তাঁরা ছবি পোস্ট করেছে নেটদুনিয়ায়।

কলকাতা: ছবির শুটিং করতে আপাতত লন্ডনে রয়েছেন মিমি চক্রবর্তী ও ননুসরত জাহান। মিমি গিয়েছেন ‘বাজি’ ছবির শুটিংয়ের জন্য। আর নুসরতের ‘স্বস্তিক সংকেত’-এর শুটিং চলছে লন্ডনে। ফলে একত্রিত হয়েছেন দুই অভিনেত্রী। আর তারপরই একসঙ্গে তাঁরা ছবি পোস্ট করেছে নেটদুনিয়ায়।

নুসরত বেশ কিছুদিন আগে লন্ডনে গিয়েছেন। ‘স্বস্তিক সংকেত’-এর শুটিং চলছে। সেখানে থাকতেই খুনের হুমকি পেয়েছিলেন তিনি। ১ সেপ্টেম্বর নুসরত জাহান তাঁর ইনস্টাগ্রামে এবং টুইটারে একটি ভিডিও ও ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে দেবী দুর্গার মতো পোশাক পরে এবং হাতে ত্রিশূল নিয়ে দেখা গিয়েছিল। এক হাজারেরও বেশি মন্তব্য পোস্ট করা হয় এই ভিডিওয়। তার মধ্যে বেশিরভাগই হুমকি। আর সেই হুমকিগুলোর অধিকাংশই আসে বাংলাদেশের বাসিন্দাদের কাছ থেকে। একটি মন্তব্যে লেখা হয় “আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। আপনার পৃথিবীর ঈশ্বর আপনাকে বাঁচাতে পারবেন না। আপনার মৃত্যুর পরে আপনি নিজের দোষটি বুঝতে পারবেন। আপনার জন্য কোনও অজুহাত থাকবে না।”

২৯ সেপ্টেম্বর ব্রিটেনে ভারতীয় হাই কমিশনারকে একটি চিঠিতে নুসরত বলেন, “আমি আপনাকে জানাতে চাই যে আমি আমার পেশাগত উদ্দেশ্যে দু’দিন আগে লন্ডনে পৌঁছেছি এবং এখানে পৌঁছে যাওয়ার পরে আমার সোশ্যাল মিডিয়া পেজগুলির মাধ্যমে আমি কিছু মৌলবাদীদের কাছ থেকে খুনের হুমকি পেয়েছি। এই সব মৌলবাদীরা ভারত ও তার প্রতিবেশি দেশের বাসিন্দা।” ১৬ অক্টোবর পর্যন্ত তিনি লন্ডনে থাকবেন এই কথা জানিয়ে নুসরত চিঠিতে লেখেন, “লন্ডনে থাকাকালীন আমার তাৎক্ষণিক পুলিশ সুরক্ষার প্রয়োজন। কারণ হুমকি অত্যন্ত গুরুতর এবং এটি আমার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। আমি আপনাকে অনুরোধ করব লন্ডনে দয়া করে আমাকে প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুন।” 

তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। তাই মিমি যাওয়ার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন নুসরত। মিমির ‘বাজি’ ছবির অধিকাংশেরও বেশি কাজ করোনা পরিস্থিতি শুরু হওয়ার আগে শেষ হয়ে গিয়েছিল। এবার বাকিটা শেষ করতে লন্ডন গিয়েছেন তিনি। আর মিমি নুসরত একত্রিত হবেন আর সেলফি হবে না, তাও কি হয়? কখনও যুক্তরাজ্যের অনস্লো-তে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। কখনও চুম্বন করে ছবি তোলেন তাঁরা। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল। ক্যাপশনে নুসরত লিখেছেন, “কাজের ফাঁকে আনন্দ।”

#jabwemet❤️ #londondiaries🇬🇧 #betweenwork @mimichakraborty 😘

A post shared by Nusrat (@nusratchirps) on Oct 11, 2020 at 12:41pm PDT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − two =