কলকাতা: আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ৷ নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদের পথে হেঁটেছে আমআদমি থেকে শিল্পীমহল। প্রতিবাদ জানিয়ে ১৪ অগাস্ট মধ্যরাতে পথে নেমেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ এবার তাঁকেই দেওয়া হল ধর্ষণের হুমকি! সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানিয়েছেন মিমি৷ এই হুঁমকি পাওয়ার পর তিনি অত্যন্ত আতঙ্কিত বলেও জানান অভিনেত্রী। এই পরিস্থিতিতে মিমির পাশে দাঁড়িয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কিন্তু এই হুমকির কারণ কী?
দিন কয়েক আগে আরজি করে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের চরম শাস্তি চেয়ে মিছিল করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন৷ যা অনেকেই ভালো চোখে নেননি৷ ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন নির্যাতিতার বাবা-মাও। মুখ্যমন্ত্রীর ঘোষণার রেশ টেনেই হুমকি দেওয়া হয় প্রাক্তন সাংসদকে৷
একজন লিখেছেন, ‘রেপটা মিমির সঙ্গে হলেই ভাল হত’! অপর এক ইউজার লিখেছেন, ‘যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কী করতিস? মিমির পরিবারকেও ১০ লাখ টাকা দিতিস নাকি? মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।’’