‘বলিউডে ড্রাগের খোঁজ তো শুধু মেয়েরা করে, পুরুষ তো ঘর সামলায়’, পিতৃতন্ত্রের বিরুদ্ধে সরব মিমি

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মামলার তদন্ত করছে তিনটি কেন্দ্রীয় সংস্থা। সিবিআই, ইডি এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। যবে থেকে NCB তদন্ত হাতে নিয়েছে একটার পর একটা নতুন ঘটনা সামনে আসছে। বলিউডের একাধিক মানুষের সঙ্গে ড্রাগ চক্রের যোগ রয়েছেন বলে প্রমাণিত হচ্ছে। ইতিমধ্যে এই মামলায় রিয়া চক্রবর্তী গ্রেপ্তার করেছেন NCB কর্তারা। উঠে এসেছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোনের মত অভিনেত্রীদের কথা। কিন্তু এখনও পর্যন্ত একজনও অভিনেতার নাম উঠে আসেনি এই মামলায়। আর এই নিয়ে কটাক্ষ করলেন মিমি চক্রবর্তী।

 

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মামলার তদন্ত করছে তিনটি কেন্দ্রীয় সংস্থা। সিবিআই, ইডি এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। যবে থেকে NCB তদন্ত হাতে নিয়েছে একটার পর একটা নতুন ঘটনা সামনে আসছে। বলিউডের একাধিক মানুষের সঙ্গে ড্রাগ চক্রের যোগ রয়েছেন বলে প্রমাণিত হচ্ছে। ইতিমধ্যে এই মামলায় রিয়া চক্রবর্তী গ্রেপ্তার করেছেন NCB কর্তারা। উঠে এসেছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোনের মত অভিনেত্রীদের কথা। কিন্তু এখনও পর্যন্ত একজনও অভিনেতার নাম উঠে আসেনি এই মামলায়। আর এই নিয়ে কটাক্ষ করলেন মিমি চক্রবর্তী।

টুইটারে মিমি লিখেছেন, “শুধুমাত্র মহিলারাই বলিউডে হ্যাশ আর ড্রাগের সন্ধান করেন। কিন্তু বলিউডের ছেলেরা রান্না করেন, ঘর পরিষ্কার করেন আর সজল চোখে প্রার্থনা করেন যেন তাদের অর্ধাঙ্গিনীদের ভগবান রক্ষা করেন।” এটি নিঃসন্দেহে বলিউডের পুরুষতন্ত্রকে খোঁচা। স্পষ্টভাবে উল্লেখ না করলেও মিমি যে পুরুষতন্ত্রের বিরুদ্ধাচারণ করেছেন তা বলে দিতে হয় না।

null

null

ড্রাগ চক্রের সঙ্গে যোগ থাকা নিয়ে ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন, সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে সমন পাঠানো হয়েছে। শনিবার তিনজনে পৃথক পৃথক সময়ে ডাকা হয়েছে৷ NCB দীপিকাকে তাঁর ম্যানেজার করিশ্মার সঙ্গে তাঁর চ্যাটগুলি সম্পর্কে প্রশ্ন করবে। অভিনেত্রীকে তাঁর উত্তরগুলি লিখতে হবে। এনসিবি তাঁকে জিজ্ঞাসাবাদ করলে রিয়া চক্রবর্তীকেও তাঁর উত্তর লিখতে হয়েছিল। এনসিবির করা প্রশ্নের উত্তরগুলিতে দীপিকা যে বিবৃতি দেবেন তা যাচাই করবে। তারপরে তাঁর নিজের তথ্যাদি পরীক্ষা করতে NCB কর্তারা একই উত্তরপত্র নিয়ে করিশ্মার মুখোমুখি হবেন। এনডিপিএস আইনের ৬৭ ধারার অধীনে যদি কোনও অভিযুক্তকে তলব করা হয় এবং জিজ্ঞাসাবাদের সময় তাঁকে কটূক্তি করা হয়, তবে মনে করা হয় যে অভিযুক্ত অপরাধে জড়িত। একজন অভিযুক্তের চুপ থাকার অধিকার রয়েছে তবে এখানে এটি অভিযুক্তের বিরুদ্ধে যায়। এদিকে রণবীর সিং শনিবার তাঁর স্ত্রীর জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকতে পারবেন কিনা তা কেন্দ্রীয় মাদকবিরোধী এজেন্সিকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসা করেছেন। এনসিবির কাছে আবেদনে রণবীর সিং বলেছেন যে দীপিকা পাডুকোন মাঝে মাঝে দুশ্চিন্তায় ভোগেন এবং আতঙ্কিত আক্রমণের শিকার হন। তাই তাঁর সঙ্গে থাকার অনুমতি দেওয়া উচিত বলে সূত্র জানিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 2 =