কোনও লুকোছাপা নয়, নিজের সিক্রেট ফাঁস করে দিলেন মিমি

কোনও লুকোছাপা নয়, নিজের সিক্রেট ফাঁস করে দিলেন মিমি

 

কলকাতা: তারকা কাহিনীতে বরাবরই মজে থাকেন সিনে প্রেমীরা৷ তার উপর কোনও সিক্রেটের গন্ধ পেলে তা অন্য মাত্রায় পৌঁছয়৷ এবার তেমনই এক সিক্রেট ফাঁস করলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ শুধু তাই নয়, সেই সঙ্গে ভিডিওয় পোস্ট করলেন তিনি৷ 

আরও পড়ুন- ‘কাজ করা লোকেরা ভ্যানিস, পর্ণশ্রী হয়েছে ভেনিস’! জলযন্ত্রণার ছবিতে কটাক্ষ অপরাজিতার

আরও পড়ুন –ফের টপলেস ফটোশ্যুটে আগুন ঝরালেন কিয়ারা, হাত দিয়ে আড়াল করলেন স্ 

এমনিতে বর্ষা শুরু হয়েছে৷ স্ট্রিক্ট ডায়েট মেনে চলছেন তারকারা৷ বেছে বেছে খাবার তুলছেন পাতে৷ তবে সেই সবের চক্করে নেই মিমি৷ জানেন কি তাঁর পছন্দের খাবার কি? সেটা হল ইতালিয়ান পিৎজা৷ তাই ডায়েট ভুলে তিনি বাইট বসালেন পিৎজায়৷ তাঁর সবচেয়ে প্রিয় খাবার এটাই৷ তাই পিৎজায় কামড় দিয়েই উপভোগ করলেন স্বর্গীয় স্বাদ৷ সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন মিমি৷ সেখানে তাঁর মাথায় ভর্তি একগুচ্ছ রোলার৷ চলছে চুলের সাজ৷ অন্যদিকে চলছে পিৎজায় বাইট৷ ওই ভিডিওর নীচে তিনি লিখেছেন,  “সিক্রেট ১. পিৎজাই আমার জীবন৷ আমি কোনও রকম জাঙ্ক ফুড প্রমোট করছি না, এটা আমি রোজ খাই না। শুধুমাত্র পুষ্টিকর খাবার ফাঁকি দেওয়ার দিন এগুলো খাই৷’’

মাঝেমধ্যে নিয়ম ভাঙতে কারই না ভালো লাগে৷ সেই তালিকায় থেকে বাদ পড়লেন না মিমিও৷ তবে নিজেকে ফিট রেখে ক্যামেরার সামনে মেলে ধরতে একটু বাড়তি যত্ন নিতে হয় তারকাদের৷ আর ফটোশ্যুট থেকে ফিগার মেনটেইন, সবেতেই ছক্কা হাঁকান মিমি৷ তাঁর প্রেমে অনেকেই হাহুডুবু খান৷ তাঁর স্টাইল স্টেটমেন্টও চোখে পড়ার মতো৷ প্রসঙ্গত, একটি প্রথম সারির দৈনিকের সমীক্ষায় জনতার ভোটে সবচেয়ে কাঙ্খিত হিরোইনের তকমা পেয়েছেন মিমি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − ten =