উন্মুক্ত উরুতে সানবাথ মিমির, হাই থাই স্লিটে কটুক্তি নেটিজেনদের

উন্মুক্ত উরুতে সানবাথ মিমির, হাই থাই স্লিটে কটুক্তি নেটিজেনদের

কলকাতা: স্টাইল স্টেটমেন্টে তিনি বলিউড ডিভাদের সমান তালে টক্কর দেন। তাঁর ফিগারে ফিদা ভক্তরা। এবার টোনড ফিগারের ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিলেন তৃণমূল সাংসদ তথা টলিউড তারকা মিলি চক্রবর্তী৷ হাই থাই স্লিটে তাঁর পোজ দেখে ছি ছি রব উঠল নেট পাড়ায়৷  

আরও পড়ুন-  পদ্মে ‘যশ’! প্রসেনজিৎ-মিঠুনকে নিয়ে চড়ছে জল্পনার পারদ, টলিউডে বইছে রাজনীতির চোরা স্রোত

সাংসদ অভিনেত্রীর এহেন সেক্সি পোজ আগে বিশেষ একটা দেখা যায়নি৷ কালো রংয়ের নেটের পোশাকে সানবাথ নিচ্ছেন মিমি৷ মাথায় টুপি, চোখে গগলস৷ আর তাঁর এই ছবিতেই আগুন লাগিয়ে দিয়েছেন ভক্তদের মনে৷ তবে তাঁর এই অনাবৃত উরু দেখে নিন্দা আর সমালোচনার ঝড়ও তুলেছে নেটিজেনদের একাংশ৷ সোশ্যাল মিডিয়ায় ধেয়ে এসেছে অনেক বিরূপ মন্তব্য৷ অনেকেই ভ্রু কুঁচকে বাঁকা কথা বলেছেন৷ অনেকেই আবার তাঁর লাস্যময়ী চেহারা দেখে বিচলিত হয়ে পড়েছেন৷ অনাবৃত মসৃণ উরু পাগল করেছে নেটিজেনদের একাংশকে৷ তবে হঠাৎ করে এমন ছবি কেন? কী হল মিমির? প্রশ্ন করেছেন নেটিজেনরা৷ তাঁর ছবিতে উপচে পড়েছে লাইক-কমেন্ট৷ 

আরও পড়ুন-  প্রসেনজিতের বাড়িতে BJP নেতা! উপহার অমিত শাহকে নিয়ে লেখা বই, পদ্ম যোগের জল্পনা তুঙ্গে

এদিকে আবার ভিডিয়ো ফটোশ্যুটেও নজর কেড়েছেন অভিনেত্রী৷ আবার ট্রোলডও হয়েছেন৷ ভিডিয়োটি দেখার পর নেটিজেনদের অভিমত, হলিউড তারকা কিম কার্দিশিয়ানকে নাকি হুবহু নকল করেছেন তিনি৷ আর ট্রোলড হতেই কিমের সেই ছবি ভেসে উঠেছে নেটিজেনদের চোখে৷ 

২০১৯ সালে লোকসভা নির্বাচনে তাঁকে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের সাংসদ। অভিনয়ের পাশাপাশি সক্রিয় রাজনীতিতে অভিষেক ঘটে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 16 =