উন্মুক্ত ক্লিভেজ, ‘কাঁটা লাগা উইমা’য় উদ্দাম নেচে ভাইরাল ঝুমা বৌদি

উন্মুক্ত ক্লিভেজ, ‘কাঁটা লাগা উইমা’য় উদ্দাম নেচে ভাইরাল ঝুমা বৌদি

মুম্বই:  ঝুমা বৌদি মানেই হট সেনশেসন৷ ঝুমা বৌদি মানেই উদ্দীপনা৷ তাঁর শরীরি হিল্লোলে ঘুম উড়েছে দেওরদের৷ ফের এবার ভাইরাল ঝুমা বৌদি৷ উন্মুক্ত বক্ষবিভাজিকায় উদ্দাম নেচে নেটপাড়ায় আগুন ঝরালেন মোনালিসা৷

আরও পড়ুন- সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর, গোপনে বিয়ে সারলেন যশ-নুসরত?

মোনালিসা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন ঝুমা বৌদি৷ যেখানে নেহা কক্কর, টনি কক্কর, হানি সিং-এর নতুন গান কাঁটা লাগা উইমা গানে উদ্দাম নাচতে দেখা যায় তাঁকে৷  খয়েরি রংয়ের স্লিভলেস সালোয়ার কামিজ পরেই এই রিমেক গানের তালে ঠুমকো লাগালেন মোনালিসা৷ তাঁর টানটান শরীরি উত্তেজনায় ঘায়েল নেট পাড়ার বাসিন্দারা৷ বৌদির চোখের ইশারায় ফিদা তাঁর অনুরাগীরা৷ তাঁকে দেখতে সোশ্যাল মিডিয়ায় সব সময়ই উপচে পড়া ভিড়৷ উন্মুক্ত ক্লিভেজে কোমর দুলিয়ে আরও একবার দেওরদের মন কাড়লেন ঝুমা বৌদি৷ 

এদিকে ভিডিয়ো পোস্ট হতেই তা ভাইরাল৷ বৌদির হট লুক দেখে কুপোকাত তাঁর দেওররা৷ তাঁর শরীর চুঁইয়ে পড়ছে যৌবন৷ নিজের বোল্ড অবতারে তিনি ঘায়েল করেছেন লাখ লাখ পুরুষকে৷ তিনি ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়৷ প্রসঙ্গত, কাঁটা লাগা গানে ব্যাপক ভাবে ট্রোলড হতে হয়েছে জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। তবে সেই গানে ঝুমা বউদির হট ডান্স মুভসই এখন নেটপড়ায় হটকেক। 

monalisa

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *