তাঁর সঙ্গে দেখা করতে গেলে মানতে হবে এই নিয়ম! কঙ্গনার সিদ্ধান্তে তীব্র নিন্দা কংগ্রেসের

কলকাতা: ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি’র টিকিটে প্রার্থী হন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে জিতে সাংসদও নির্বাচিত হন তিনি। সক্রিয় রাজনীতিতে নাম লেখানোর…

kanganaR

কলকাতা: ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি’র টিকিটে প্রার্থী হন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে জিতে সাংসদও নির্বাচিত হন তিনি। সক্রিয় রাজনীতিতে নাম লেখানোর আগে থেকেই অবশ্য বহুবার শিরোনাম কেড়েছেন তিনি৷ নানা বিষয়ে তাঁর মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে৷ সাংসদ হওয়ার পরও বিতর্কের শেষ নেই। এবার তাঁর সিদ্ধান্তে পড়ল শোরগোল৷

 

সাংসদ হওয়ার পর তাঁর কেন্দ্রের বহু মানুষই এখন অভাব-অভিযোগ নিয়ে সাসংদের দফতরে আসছেন৷ কিন্তু, তাঁর সঙ্গে দেখা করতে গেলে নামতে হবে শর্ত৷ অভিনেত্রী-সাংসদের সাফ নির্দেশ, একমাত্র আধার কার্ড থাকলে তবেই তাঁর সঙ্গে দেখা করা যাবে! কেউ তাঁর সঙ্গে দেখা করতে চাইলে, সঙ্গে রাখতে হবে নিজের আধার৷

এই শর্তের নেপথ্যে কঙ্গনার যুক্তি, হিমাচলে প্রচুর পর্যটক আসেন। সব সময় সকলের পরিচয় বোঝা যায় না৷। আবার পর্যটকদের কারণেও স্থানীয় মানুষদের অনেক সময় অসুবিধা হয়৷ সমস্যা জানাতে বিলম্ব হয়। সেই সমস্যা এড়াতেই আধার কার্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *