ড্রাগ চক্রে আর্থিক লেনদেন? দীপিকা-শ্রদ্ধা-সারার ব্যাংক অ্যাকাউন্টে নজর NCB-র

দীপিকা পাডুকোন, রকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে সম্প্রতি জিজ্ঞাসাবাদ করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। বেশ কয়েকটি চ্যাট প্রকাশের পরে তাঁদের জিজ্ঞাসা বাদ করা হয়। ওই সব চ্যাটে ড্রাগ নিয়ে আলোচনা হয়েছিল। সুশান্ত সিং রাজপুত মামলার ক্ষেত্রে NCB ইন্ডাস্ট্রিতে বিস্তৃত বৃহত্তর ড্রাগ নেক্সাস খুঁজে পেতে চায়। সম্প্রতি জানা গিয়েছে, NCB এখন দীপিকা, শ্রদ্ধা, রকুল ও সারার আর্থিক রেকর্ড খতিয়ে দেখবে।

মুম্বই: দীপিকা পাডুকোন, রকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে সম্প্রতি জিজ্ঞাসাবাদ করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। বেশ কয়েকটি চ্যাট প্রকাশের পরে তাঁদের জিজ্ঞাসা বাদ করা হয়। ওই সব চ্যাটে ড্রাগ নিয়ে আলোচনা হয়েছিল। সুশান্ত সিং রাজপুত মামলার ক্ষেত্রে NCB ইন্ডাস্ট্রিতে বিস্তৃত বৃহত্তর ড্রাগ নেক্সাস খুঁজে পেতে চায়। সম্প্রতি জানা গিয়েছে, NCB এখন দীপিকা, শ্রদ্ধা, রকুল ও সারার আর্থিক রেকর্ড খতিয়ে দেখবে।

বলা হয়েছে, NCB অভিনেত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ খতিয়ে দেখবেন। সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই তাঁদের গত তিন বছরে যে ক্রেডিট কার্ড প্রদান করেছে তা যাচাই করে দেখেছে। এই সময়ে মাদকের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন কোনও আর্থিক লেনদেন করা হয়েছিল কিনা তা অনুসন্ধান করার জন্য এটি করা হচ্ছে। NCB ইতিমধ্যে সুশান্তের প্রাক্তন ব্যবস্থাপক শ্রুতি মোদী, ধর্মা প্রোডাকশনের প্রাক্তন নির্বাহী নির্মাতা ক্ষিতিজ প্রসাদ রবি, প্রতিভা পরিচালন এজেন্সির সিইও ধ্রুব চিতগোপেকার, প্রযোজক মধু মন্টেনা ভার্মা এবং আরও কয়েকজনের বক্তব্য রেকর্ড করেছে। NCB এই মামলায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তার ভাই শৌভিক, সুশান্তের বাড়ির ব্যবস্থাপক স্যামুয়েল মিরান্ডা, ব্যক্তিগত কর্মী দিপেশ সাওয়ান্ত এবং বেশ কয়েকটি মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: দীপিকার পর এবার কি শাহিদ-হৃতিকের টার্ন? ড্রাগ মামলায় NCB-র জালে ফাঁসতে পারেন দুই অভিনেতা

শনিবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা জানিয়েছেন (NCB) জিজ্ঞাসাবাদে দীপিকা পাড়ুকোন তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে মাদকের চ্যাটের কথা স্বীকার করে নিয়েছেন। উভয়কেই মুখোমুখি জেরা করা হয়েছিল আজ এবং ২০১৭ সালের চ্যাটগুলি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। দীপিকা তখনই তা নিশ্চিত করেন। কিন্তু দীপিকা পাডুকোনের জবাবে সন্তুষ্ট হননি কর্তারা। তাই তাঁকে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। এদিকে শনিবার জিজ্ঞাসাবাদের পর নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো দীপিকা, শ্রদ্ধা, সারাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। বিস্তারিত তদন্তের জন্য এই তিন হাইপ্রোফাইল বলিউডি নায়িকাদের পাশাপাশি অভিনেত্রী রাকুল প্রীত সিং, দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশের ফোনও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ডিজিটাল তথ্য জানতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, ওই ফোনগুলির ফরেনসিক পরীক্ষা করে ডিলিট হয়ে যাওয়া তথ্য ফিরিয়ে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =