ডিপ্রেশনে ভুগছেন নেহা, নিজেই লিখলেন ভাল না থাকার কারণ

ডিপ্রেশনে ভুগছেন নেহা কক্কর। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নিজেই লিখে এ কথা জানালেন গায়িকা। নেহা লেখেন, ‘‘হ্যাঁ আমি ডিপ্রেশনে ভুগছি৷ পৃথিবীর সব নেতিবাচক মানুষকে ধন্যবাদ৷ আপনারা আমায় জীবনের সবথেকে খারাপ দিন দেখালেন৷ অভিনন্দন, আপনারা সফল৷” আরেকটি লেখায় তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘‘এই পোস্টটি বিশেষ কারও জন্য নয়৷ এই পৃথিবী আমায় ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে দিচ্ছে না৷ যারা

ডিপ্রেশনে ভুগছেন নেহা, নিজেই লিখলেন ভাল না থাকার কারণ

ডিপ্রেশনে ভুগছেন নেহা কক্কর। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নিজেই লিখে এ কথা জানালেন গায়িকা। নেহা লেখেন, ‘‘হ্যাঁ আমি ডিপ্রেশনে ভুগছি৷ পৃথিবীর সব নেতিবাচক মানুষকে ধন্যবাদ৷ আপনারা আমায় জীবনের সবথেকে খারাপ দিন দেখালেন৷ অভিনন্দন, আপনারা সফল৷”

আরেকটি লেখায় তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘‘এই পোস্টটি বিশেষ কারও জন্য নয়৷ এই পৃথিবী আমায় ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে দিচ্ছে না৷ যারা আমাকে বা আমার কাজকে ভালোবাসেন তাদের ধন্যবাদ৷ কিন্তু আমি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি না জেনে যারা আজেবাজে কথা বলছেন, তাদের কাছে আমার অনুরোধ আমায় নিজের মতো থাকতে দিন৷ আমাকে আমার মতো করে বাঁচতে দিন৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + six =