“IAF-এ লিঙ্গ বৈষম্যের শিকার হইনি”, ছবি নিয়ে হাই কোর্টে হলফনামায় জানালেন গুঞ্জন সাক্সেনা

মুম্বই: ফের বিতর্কে গুঞ্জন সাক্সেনার বায়োপিক। এবার বিতর্কের কেন্দ্রবিন্দু খোদ প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনা। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টকে তিননি জানিয়েছেন যে তিনি ভারতীয় বায়ুসেনায় তাঁর লিঙ্গের ভিত্তিতে কোনও বৈষম্যের মুখোমুখি হননি। তিনি দৃঢ়ভাবে বলেন যে আইএএফর জন্যই তিনি কারগিল যুদ্ধ সহ দেশব্যাপী সেবা করার সুযোগ পেয়েছেন। এই বাহিনী তাঁকে যে সুযোগ দিয়েছে তার জন্য তিনি চিরকাল কৃতজ্ঞ থাকবেন বলেও জানান ফ্লাইট লেফটেন্যান্ট।

মুম্বই: ফের বিতর্কে গুঞ্জন সাক্সেনার বায়োপিক। এবার বিতর্কের কেন্দ্রবিন্দু খোদ প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনা। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টকে তিননি জানিয়েছেন যে তিনি ভারতীয় বায়ুসেনায় তাঁর লিঙ্গের ভিত্তিতে কোনও বৈষম্যের মুখোমুখি হননি। তিনি দৃঢ়ভাবে বলেন যে আইএএফর জন্যই তিনি কারগিল যুদ্ধ সহ দেশব্যাপী সেবা করার সুযোগ পেয়েছেন। এই বাহিনী তাঁকে যে সুযোগ দিয়েছে তার জন্য তিনি চিরকাল কৃতজ্ঞ থাকবেন বলেও জানান ফ্লাইট লেফটেন্যান্ট।

কেন্দ্র নেটফ্লিক্স, ধর্ম প্রোডাকশন এবং অন্যদের বিরুদ্ধে প্রেক্ষাগৃহ বা অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে ‘গুঞ্জন স্যাক্সেনা: দ্য কারগিল গার্ল’ ছবির সম্প্রচার স্থগিতের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই আদালতে তাঁর হলফনামায় জমা দিয়েছেন গুঞ্জন সাক্সেনা। কেন্দ্রের মতে, নেটফ্লিক্সের ছবিটিতে আইএএফকে দুর্বলভাবে দেখানো হয়েছে। এছাড়া ছবিতে নারী-পুরুষ ভেদাভেদের কথাও তুলে ধরা হয়েছে। যা একেবারেই সঠিক নয়। বিচারপতি রাজীব শাকধারের কাছে দায়ের করা হলফনামায় সাক্সেনা স্পষ্ট করে বলেছেন যে সিনেমাটি কোনওভাবেই তথ্যচিত্র নয়। কেবল তার জীবন থেকে অনুপ্রাণিত এবং ফিল্মের শুরুতে দেওয়া দুটি দাবি থেকে এটি স্পষ্ট যে যুবতী মহিলাদের প্রেরণা দেওয় এই ছবি যেখানে আইএএফতে যোগদান করার বিষয়ে লেখা রয়েছে।

ডিপোডোন্ট (স্যাক্সেনা) দাবি করেননি যে ছবিতে যা প্রদর্শিত হয়েছে সবটাই তাঁর জীবনে ঘটেছিল। সাক্সেনা মনে করেন যে সিনেমার মাধ্যমে যুবতীদের ভারতীয় বায়ুসেনায় যোগ দেওয়ার বার্তা পৌঁছে দিতে চাওয়া হয়েছে। তাদের উদ্বুদ্ধ করা ও তাদের স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করাই ছবির প্রধান উদ্দেশ্য। একথা তিনি অ্যাডভোকেট আদিত্য দেওয়ানের মাধ্যমে দায়ের করা হলফনামায় বলেছেন। তিনি আরও বলেছেন যে ছবিটি নির্মাণের সময় তার সৃজনশীল স্বাধীনতার উপর তাঁর কোনও দখল নেই। তবে এটি ঠিক যে তিনি মেয়ে হওয়ার জন্য কোনও বৈষম্যের মুখোমুখি হননি। আইএএফ তাঁকে কারিগিল যুদ্ধে ও দেশটির জনগণকে সেবা করার সুযোগ দিয়েছে। তিনি ভারতীয় বায়ুসেনার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।

হাই কোর্ট এর আগে এই সংক্রান্ত নোটিশ জারি করেছিল এবং চলচ্চিত্র প্রযোজনা প্রাইভেট লিমিটেডের প্রতিক্রিয়া চেয়েছিল। ছবির প্রযোদক করণ জোহর এবং হিরু জোহর, জি বিনোদনের সিইও অপ্পর্ব মেহতা, ছবির পরিচালক শরণ শর্মা, নেটফ্লিক্স এবং গুঞ্জন স্যাক্সেনার থেকে বক্তব্য জানতে চেয়েছিল। কারণ কেন্দ্র ছবিচি সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরানোর আবেদন জানিয়েছিল। আদালত সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুভিটি সরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ চেয়ে অন্তর্বর্তীকালীন আবেদনের বিষয়ে পক্ষগুলির প্রতিক্রিয়াও চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − one =