যৌনতার আবেদনে নেটদুনিয়া মাতিয়ে করোনা-যুদ্ধে সামিল এই দুই নার্স!

যৌনতার আবেদনে নেটদুনিয়া মাতিয়ে করোনা-যুদ্ধে সামিল এই দুই নার্স!

ওয়াশিংটন: করোনা আবহে মানুষ প্রতি মুহূর্তে বুঝতে পারছে, স্বাস্থ্য-কর্মীরা মানুষের জীবনে কতটা জরুরি। সেই নার্স থেকে চিকিৎসক ও স্বাস্থ্য-কর্মীরা মাঝে মাঝেই সংবাদের শিরোনামে উঠে এসেছেন। মানুষ মন ভরে কৃতজ্ঞতা জানাচ্ছেন তাঁদের। তার মধ্যেই ইনস্টাগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছেন দুই নার্স কেইসি পামার্স আর একজন ক্যারিনা লিন। দুজনেই পেশায় নার্স। করোনা আবহে তাঁদের অনেক সময়েই করতে হচ্ছে ১২ ঘণ্টা কাজ।  তবে এই সব কারণে মোটেই তাঁরা ফেমার্স হননি। হয়েছেন ইনস্টাগ্রামে  উষ্ণ ছবির জন্য। ইতিমধ্যে নেটিজেনরা তাঁদের  বিশেষ উপাধিও দিয়ে দিয়েছেন, ওয়ার্ল্ডস হটেস্ট নার্স।

কেইসি পামার্স নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার পাশাপাশি নার্সিংও করে। নিউ ইয়র্কের একটি হাসপাতালে তিনি নার্স। কাজ ও পড়ার মধ্যে অবসর পেলে তিনি ঘুরে বেড়াতে ভালোবাসেন। ইতিমধ্যে তিনি ফিজি, থাইল্যান্ড, বালি, পুয়ের্তো রিকো, দ্য বাহামাস এবং আরও বেশ কিছু জায়গা থেকে ঘুরে এসেছেন। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল তাই বলছে। তবে, তাঁর এখন কিছুতেই সময় নেই।  নিউ ইয়র্কের ইনটেনসিভ কেয়ারে তাঁর ডিউটি চলছে। করোনা আক্রান্ত রোগীদের তাঁকে দেখাশোনা করতে হচ্ছে।

তাই ওয়ানের ক্যারিনা লিন। তিনি পুরোপুরি  নার্সিংকেই পেশা হিসেবে নিতে আগ্রহ প্রকাশ করেছেন।  কিন্তু তিনি কাজের ফাঁকে মডেলিংও করে। ইনস্টাগ্রামে তিনি সোজাসুজি প্রশ্ন তুলে দিয়েছেন,  নার্সিং করলে কে বলল মডেলিং করা যায় না। তিনি বলেছেন, যতক্ষণ কাজের সময় কাজ করছি। তারপর আমার ব্যক্তিগত সময়ে যা খুশি করতে পারি। তবে নেটিজেনরা এখন মজেছেন  এই দুই হট নার্সের উষ্ণ ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *