ডেটিং থেকে লিভ ইন, যশের সঙ্গে খোলাখুলি প্রেম কবুল নুসরতের

ডেটিং থেকে লিভ ইন, যশের সঙ্গে খোলাখুলি প্রেম কবুল নুসরতের

কলকাতা:  টলিউডে কান পাতলেই শোনা যায় তাঁদের প্রেমের গুঞ্জন৷ বলা ভালো তাঁদের প্রেম কাহিনী এখন হট কেক৷ আর দীর্ঘদিনের সেই কানাঘুষোতেই এবার সিলমোহর দিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান৷ লুকোচুরি নয়, খোলাখুলি করলেন প্রেম কবুল৷ তিনি যে অভিনেতা যশের সঙ্গে ডেট করছেন সে কথা স্বীকার করে নিলেন নুসরত৷ অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই দিল সেই ইঙ্গিত৷ আর যশের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিতেই ভাইরাল হল পোস্ট৷ 

আরও পড়ুন- ঘনিষ্ঠ সম্পর্কে থাকা করিশ্মা ও অভিষেকের সম্পর্কের ‘খলনায়িকা’ কে? কিসের লোভ ছিঁড়েছিল বন্ধন?

স্বামী নিখিল জৈনের সঙ্গে যে নুসরতের দূরত্ব বেড়েছে, তা আর অজানা নয়৷ অনেক দিন হল  তিনি আর নিখিলের সঙ্গে থাকছেন না৷ এরই মধ্যে মাথাচাড়া দেয় যশের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন৷ যা নিয়ে রীতিমতো সরগরম টলিপাড়া৷ বারবার শিরোনামে উঠে এসেছে এই লাভ বার্ড৷ আর কী ভাবে লাইমলাইট কেড়ে নিতে হয়, তা বেশ ভালোই জানেন তৃণমূল সাংসদ৷ আর এবার পর্দা সরিয়ে সরাসরি যশের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিলেন তিনি৷ সোমবার প্রথমসারির এক সংবাদপত্রের সমীক্ষায় টলিউডের সবচেয়ে কাঙ্খিত নারীর তালিকায় তৃতীয় স্থানে রাখা হয় নুসরতকে৷ সেই সঙ্গে তাঁর রিলেশন স্ট্যাটাসে লেখা হয়, ‘ডেটিং যশ’৷ যা মুহূর্তে সিনে প্রেমীদের নজর কেড়ে নেয়৷ এর পর নুসরত নিজেই সেই প্রতিবেদনের স্ক্রিনশট তুলে ইনস্টা স্টোরিতে শেয়ার করে সংবাদমাধ্যমরে ধন্যবাদ জানান৷ তার তাতেই ছড়ায় আগুন৷ তবে কি এবার যশের সঙ্গে সম্পর্কের কথা খোলাখুলি স্বীকার করে নিলেন নুসরত? 

প্রসঙ্গত, ভোটের আগে সকলকে চমকে দিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন যশ দাশগুপ্ত৷ তবে তিনি জিততে পারেননি৷ ভোটে হারলেও রাজনীতির রংকে হার মানিয়ে জিতে গিয়েছে যশরত জুটি৷ আর সেটাই প্রমাণ হল নুসরতের পোস্টেই৷ অভিনেত্রী নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিশেষ মুখ না খুললেও সোশ্যাল মিডিয়া অনেক কিছু বলে গিয়েছে৷ আর যশের সঙ্গে নুসরতের লিভ ইন-এর কাহিনীও বেশ চর্চায়৷ উল্লেখ্য, ওই সংবাদমাধ্যমের সমীক্ষায় টলিউডে সবচেয়ে কাঙ্খিত পুরুষ হয়েছেন যশ৷ সেই খবরের স্ক্রিনশটও শেয়ার করতে ভোলেননি নুসরত৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + seventeen =