‘তোমার চরিত্রের দাগ যাবে?’ ডিটার্জেন্টের বিজ্ঞাপন করে চরম ট্রোল্ড নুসরত

‘তোমার চরিত্রের দাগ যাবে?’ ডিটার্জেন্টের বিজ্ঞাপন করে চরম ট্রোল্ড নুসরত

কলকাতা:  নুসরত মানেই যেন বিতর্কিত এক অধ্যায়৷ স্বামী নিখিলের সঙ্গে বিচ্ছেদ থেকে যশের সঙ্গে লিভ ইন, তাঁর অন্তঃসত্ত্বা হওয়া ও সব শেষে ছেলে ঈশানের বার্থ সার্টিফিকেটে দেবাশিস দাসগুপ্ত ওরফে যশের নাম নিয়ে ক্রমাগত চর্চায় থেকেছেন তিনি৷ এরই মধ্যে  বিশ্বকর্মী পুজোর দিন তাঁর সিঁথিতে জ্বলজ্বল করতে দেখা গিয়েছে লাল সিঁদুর৷ তবে কি যশের সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন তিনি? এ প্রশ্নও ঘুরে ফিরে উঠছে৷ 

আরও পড়ুন- নিখিল ‘উভয়কামী’! তাই কি বিচ্ছেদ? পুরুষ বন্ধুর সম্পর্কে নোংরা ব্যাখ্যা করছে নুসরত! পাল্টা নিখিল

nusrat

এদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন নুসরত৷ সেই বিজ্ঞাপন এখন প্রকাশ্যে এসেছে৷ যেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছিল মধুবনীর স্বামী রাজা গোস্বামীকে৷ যিনি খড়কুটোর জামাই রূপাঞ্জন হিসাবেই এখন অধিক পরিচিত৷ ওই বিজ্ঞাপনেই নুসরতকে বলতে শোনা যায়, ভালো করে ধোয়৷ দাগ যাবে আসল রং-ও ফিরবে৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই বিজ্ঞাপন শেয়ার করেন সাংসদ অভিনেত্রী৷ বিজ্ঞাপন ভাইরাল হতেই শুরু হয় ট্রোল৷ অনেকে যেমন মজার কমেন্ট করেছেন৷ অনেকে আবার আক্রমণ শানিয়েছেন ব্যক্তিগত পর্যায়ে৷

নুসরত

কেউ বলছেন, ‘এই সার্ফ কি তোমার মতো মানুষের চরিত্রের দাগও তুলে দিতে পারে?’, কেউ প্রশ্ন করেছেন, ‘বলছি সসের দাগ কি উঠবে?’ কেউ আবার জানতে চেয়েছেন, ‘নিজের হাতে কাপড় ধুয়েছো কখনো?’ অনেকে আবার ব্যক্তিগত স্তরে গিয়ে জানতে চেয়েছেন তাঁর সন্তানের আসল বাবা কে৷ শুধু তাই নয় আক্রমণ শানিয়ে এক নেটিজেনের কমেন্ট, ‘তুমি যেটার অ্যাড দেবে সেটা আর চলবে না’, ‘ইদানিং ঠোঁটটা দেখলেই জঘন্য লাগে’৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =