যশের হাত ধরে গভীর রাতে হাসপাতালে নুসরত, লক্ষ্মীবারেই মা হচ্ছেন অভিনেত্রী

যশের হাত ধরে গভীর রাতে হাসপাতালে নুসরত, লক্ষ্মীবারেই মা হচ্ছেন অভিনেত্রী

কলকাতা:  জল্পনার অবসান ঘটিয়ে লক্ষ্মীবারেই ঘরে আসছে নতুন অতিথি। আজই মা হচ্ছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। সকাল ১১টায় নুসরতের সি সেকসন ডেলিভারি হবে বলে খবর৷  

আরও পড়ুন- শরীর মিললেও মন নয়! কেন অশান্তি চরমে পৌঁছেছিল অভিষেক-ঐশ্বর্যর?

বুধবার রাতে বন্ধু যশকে নিয়ে  হাসপাতালে ভর্তি হন নুসরত৷ অভিনেতা যশই গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে আসেন নুসরতকে৷  রাত তখন ১০টা ৪০ হবে৷ হাসপাতালের গেট দিয়ে ঢোকে যশ-নুসরতের গাড়ি। আগাম খবর পেয়ে ভিড় করেছিলেন অনুরাগীরা। তবে সাংসদ-অভিনেত্রীকে ঘিরে রাখা হয়েছিল নিরাপত্তার ঘেরাটোপে৷  প্রসঙ্গত, গুজব ছড়িয়েছিল যে বুধবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছেন নায়িকা৷ কিন্তু সকালে নয়৷ তিনি ভর্তি হলেন গভীর রাতে৷ 

yash

বুধবার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার আগে নুসরত গিয়েছিলেন যশ দাশগুপ্তের বাড়িতে। বালিগঞ্জের বাড়ি থেকে যশ নিজেই ড্রাইভ করে তাঁর বাড়িতে নিয়ে গিয়েছিলেন ‘বান্ধবী’কে। বুধবার ছিল যশের নতুন ছবি চিনেবাদাম-এর শুভ মহরত। ছবির মহরত সেরেই তিনি পৌঁছে যান নুসরতের কাছে৷ রাতে নুসরতকে নিয়ে যায় ভাগীরথী নেওটিয়া হাসপাতালে৷ জানা গিয়েছে হাসপাতালের ৫১১ নম্বর বেডে রয়েছেন সাংসদ অভিনেত্রী৷ এদিকে, নুসরত ভর্তি হতেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় হাসপাতাল চত্বর৷ 

yash

স্বামী নিখিলের সঙ্গে বিচ্ছেদ আর তাঁর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই চর্চায় অভিনেত্রী৷ গত কয়েক দিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন নুসরত৷ টলিউডে খবর ছিল সেপ্টেম্বরের প্রথমে কিংবা অগাস্টের শেষে মা হবেন নুসরত৷ তবে এখনও তাঁর সন্তানের বাবা কে, তা প্রকাশ্যে আনা হয়নি৷ তবে আজই সেই শুভক্ষণ৷ সি সেকশনে মা হচ্ছেন নুসরত৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 1 =