সোশ্যাল মিডিয়ায় নতুন অবতরে নুসরত, কী বার্তা দিলেন হবু মা?

সোশ্যাল মিডিয়ায় নতুন অবতরে নুসরত, কী বার্তা দিলেন হবু মা?

কলকাতা:  বিচ্ছেদ থেকে লিভইন এবং তাঁর মা হয়ে ওঠা নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন নুসরত জাহান৷ এ নিয়ে নেটিজেনদের একাংশ তাঁকে কটূ কথা শোনাতে অবশ্য ছাড়েননি৷ এমনকী দিন কয়েক আগে তাঁর মৃত্যু কামনাও করেছিলেন অনেকে৷ তাতে যে নুসরতের কুছ পরোয়া নেহি, তা সকলেরই জানা৷ বরং সপ্তাহের শুরুতেই সাত সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন নিজের দ্যুতি৷ সঙ্গে দিলেন বিশেষ বার্তা৷ 

আরও পড়ুন- রেড কার্পেটে মাতৃত্বের বার্তা, ‘কান’ মাতালেন দীপা

সাংসদ অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁর সন্তানের বাবাকে নিয়ে প্রশ্ন উঠেছে৷ তবে নুসরত সে সব নিয়ে মাথা ঘামাতে নারাজ৷ বরং তাঁর ঔজ্জ্বল্য ছড়িয়ে দিতেই ব্যস্ত তিনি৷ আর অন্তঃসত্ত্বা হওয়ার পর সেই দীপ্তি যেন আরও বেড়ে গিয়েছে৷ সেই দ্যুতিই এবার ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী৷ যেখানে ধরা পড়ল তাঁর রূপ লাবণ্য৷ ক্যামেরায় চোখ রেখে অনুরাগীদের মন ছুঁলেন নুসরত৷  গোলাপি ঠোঁট, খোলা চুল, কাঁধ খোলা জামায় ধরা দিলেন তিনি৷ সেই সঙ্গে লিখলেন ‘আশা করি আমার দ্যুতির মতোই সকলের দিন উজ্জ্বল হবে৷’

মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে নিজে অলক্ষ্যে থাকেন অভিনেত্রী৷ তবে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ৷ বিভিন্ন সময় বিভিন্ন ছবি পোস্ট করে থাকেন৷ গত বৃহস্পতিবারও নিজের একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী৷ সেই সঙ্গে লিখেছিলেন, ‘মানবজমিনে একটু সার দিলাম যাতে তারা বেড়ে ওঠে।’   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =