‘বন্ধু’ যশের সঙ্গে মিলেয়ে ‘Y’ দিয়ে ছেলের নাম রাখলেন নুসরত!

‘বন্ধু’ যশের সঙ্গে মিলেয়ে ‘Y’ দিয়ে ছেলের নাম রাখলেন নুসরত!

কলকাতা:  বিগত কয়েক মাস ধরে নানা জল্পনা, সমালোচনা, বহু চর্চা হয়েছে৷ বারবার শিরোনামে উঠে এসেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান৷ কর্মজীবন ছাপিয়ে লাইম লাইটে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন৷ আলোচনা হয়েছে তাঁর গর্ভজাত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে৷ কিন্তু কোনও জবাবই দেননি নুসরত৷ এরই মধ্যে অপেক্ষার অবাস ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী৷ আর মাতৃত্বের এই গোটা সফরে তাঁর পাশে ছিলেন ‘বন্ধু’ যশ৷ 

আরও পড়ুন- নিখিলকে সহবাস সঙ্গীর তকমা থেকে মা হওয়া, নুসরত যেন বিতর্কিত অধ্যায়

নুসরত

গতকাল সি সেকশনের মাধ্যমে মা হন নুসরত৷ এর পরেই এক বিবৃতি দিয়ে যশ জানান, ‘‘যাঁরা নুসরতকে নিয়ে উদ্বিগ্ন, তাঁদের উদ্দেশ বলতে চাই, মা ও সন্তান উভয়েই ভালো আছে৷’’ কিন্তু ছেলের মুখ দেখার অপেক্ষায় এখন নেটিজেনরা৷ সেই সঙ্গে নাবজাতকের নাম নিয়েও শুরু হয়েছে জোড় চর্চা৷ ছেলের নাম কী দিলেন নুসরত? জানা যাচ্ছে এখানেও রয়েছে একটি চমক৷ প্রিয় বন্ধু যশের সঙ্গে মিলেয়েই ছেলের নাম রেখেছেন ইংরেজি হরফে ‘y’ দিয়ে৷ 

আরও পড়ুন- মা হলেন নুসরত, সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

গতকাল বিকেলে যশ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেছিলেন৷ ছবি পোস্ট হতেই অনুরাগীরা ছেলের মুখ দেখার আবদার জানায়৷ জানতে চাওয়া হয় তার নাম৷ জানা গিয়েছে নুসরত তাঁর ছেলের নাম রেখেছেন বন্ধু Yash Dasgupta-র নামের সঙ্গে মিলিয়েই৷ তিনি ছেলের নাম দিয়েছেন ঈশান৷ যা ইংরেজি হরফে লিখলে হয় Yishaan৷ তবে আপাতত তিনি ছেলেকে নিজের পরিচয়েই রাখতে চান৷ এখনও বাবার নাম সামনে আনেননি অভিনেত্রী৷ 

নুসরত

বুধবার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার আগে নুসরত গিয়েছিলেন যশ দাশগুপ্তের বাড়িতে। বালিগঞ্জের বাড়ি থেকে যশ নিজেই ড্রাইভ করে তাঁর বাড়িতে নিয়ে গিয়েছিলেন ‘বান্ধবী’কে। বুধবার ছিল যশের নতুন ছবি চিনেবাদাম-এর শুভ মহরত। ছবির মহরত সেরেই তিনি পৌঁছে যান নুসরতের কাছে৷ রাতে নুসরতকে তিনিই গাড়ি চালিয়ে  নিয়ে যায় ভাগীরথী নেওটিয়া হাসপাতালে৷ বৃহস্পতিবার সন্তান জন্মের সময়েও নুসরতের ইচ্ছা মেনে তাঁর পাশে ছিলেন যশ৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =