উষ্ণতা ছড়িয়ে ‘ডিকশনারি’র প্রিমিয়ারে কাছাকাছি যশ-নুসরত, জোড়াল সম্পর্কের গুঞ্জন

উষ্ণতা ছড়িয়ে ‘ডিকশনারি’র প্রিমিয়ারে কাছাকাছি যশ-নুসরত, জোড়াল সম্পর্কের গুঞ্জন

কলকাতা:  টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে নয়া গুঞ্জন৷ স্বামী নিখিলকে পাশে সরিয়ে চুটিয়ে নাকি প্রেম করছেন নুসরত জাহান আর যশ দাসগুপ্ত৷ তাঁদের কেমিস্ট্রি নিয়ে তোলপাড় নেট দুনিয়া৷ তাঁদের সম্পর্কের সেই গুঞ্জনে ঘৃতাহুতি দিয়ে ফের একসঙ্গে নজর কাড়লেন ‘যশরত’ জুটি৷ ‘ডিকশনারি’ ছবির প্রিমিয়ারে একসঙ্গে দেখা গেল নুসরত-যশকে৷ 

আরও পড়ুন-  রুক্মিণীর মুখে বিয়ের কথা! কী প্ল্যান করছেন ভ্যালেন্টাইন্স ডে-তে?

ব্রাত্য বসু পরিচালিত এই ছবিতে নুসরতের সঙ্গে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়৷ এই ছবিতে যশ অভিনয় না করলেও নুসরতের হাত ধরে প্রমিয়ারে উপস্থিত হয়েছিলেন তিনি৷ উষ্ণতা ছড়িয়ে লাল রঙের থাই স্লিট পোশাক পরেছিলেন নুসরত৷ যশ ছিলেন ডেনিম শার্টে৷ সম্প্রতি সব জায়গাতেই পাশাপাশি দেখা গিয়েছে তাঁদের৷ ক’দিন আগেও ছবির প্রিমিয়ার থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠানে স্বামী নিখিল জৈনের সঙ্গে দেখা যেত নুসরতকে৷ কিন্তু সেই সম্পর্কে এখন চিড় ধরেছে৷ বরং দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়া থেকে আজমের শরিফ কিংবা মাচার অনুষ্ঠান সর্বত্রই নুসরতের পাশে যশের উপস্থিতি৷ বৃহস্পতিবার ‘ডিকশনারি’ ছবির প্রিমিয়ারে এক সঙ্গে ধরা দিয়ে ফের শিরোমানে এই পাওয়ার কাপল৷ 

পুরনো সংসার ভেঙে নুসরতের জীবনে নতুন প্রেম নিয়ে জোড় গুঞ্জন টলিপাড়ায়৷ ‘যশরত’ জুটির সম্পর্ক এখন নেট দুনিয়ায় হট কেক৷ কোনও রকম রাখঢাক রাখেননি তাঁরাও৷ প্রকাশ্যেই ধরা দিয়েছেন এক সঙ্গে৷ ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি মুখে পোজও দিয়েছেন৷ জানা গিয়েছে ‘এসওএস কলকাতা’ ছবির শুটিংয়ের সময় থেকেই ঘনিষ্টতা বেড়েছিল যশ-নুসরতের৷ আর নতুন ছবির প্রিমিয়ারে নিখিলের অনুপস্থিতি আরও বেশি করে জানান দিয়ে গেল বিচ্ছেদের৷ 

আরও পড়ুন-  শ্যুটিংয়ের ফাঁকে নায়িকাকে নিয়ে ‘উধাও’ নায়ক! টলিপাড়ায় তোলপাড়

আজমের শরিফ সফরের পর থেকেই এই লাভ বার্ডসকে নিয়ে জল্পনা বাড়ছে৷ ক’দিন আগে তো আবার একই খাবারের ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়েছিলেন ‘যশরত’৷ অন্যদিকে, স্বামী নিখিলকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন৷ তিনি এক ফ্ল্যাটেও থাকছেন না তাঁরা৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =