সঙ্গমের নেশায় বন্ধুর স্ত্রীকেও ছাড়েননি রণবীর, ৫ বছরের সম্পর্কে ছেদ, জানেন তাঁর পরিচয়?

সঙ্গমের নেশায় বন্ধুর স্ত্রীকেও ছাড়েননি রণবীর, ৫ বছরের সম্পর্কে ছেদ, জানেন তাঁর পরিচয়?

মুম্বই: বলিউডের চকোলেট বয় রণবীর কাপুরের প্লে-বয় ইমেজ কারও কাছে অজানা নয়৷ তাঁর জীবনে একাধিক বার প্রেম এসেছে৷ আবার তা ভেঙেও গিয়েছে৷ বারবার শারীরিক সম্পর্কে জড়িয়েছেন কাপুর পরিবারের ছেলে৷ ছেলেবেলাতেই ভার্জিনিটি খুইয়েছিলেন তিনি৷ দীপিকা থেকে ক্যাটরিনা, অনেকেই তাঁর প্রেমে হাবুডুবু খেয়েছেন৷ কিন্তু এই বলি সুন্দরীদের আগেও তাঁর জীবনে প্রেম এসেছে৷ এমনকী এই তালিকায় ছিলেন তাঁর বন্ধুর স্ত্রীও!

Once ranbir kapoor dated his good friends wife

হ্যাঁ, বলিউডের বাইরেও একজনের সঙ্গে ৫ বছরের রিলেশন ছিল রণবীরের৷ তিনি ঘটনাচক্রে রণবীরেরই বন্ধুর স্ত্রী৷ জানেন তিনি কে? তিনি আর কেউ নন৷ আমির খানের ভাগ্নে ইমরান খানের স্ত্রী অবন্তিকা৷ টানা পাঁচ বছর একে অপররকে ডেট করেছিলেন তাঁরা৷ তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি৷ রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরার পরেই ইমরান খানের সঙ্গে ডেট করতে শুরু করেন অবন্তিকা৷ ২০১১ সালে বিয়ে করেন তাঁরা৷ একটি কন্যা সন্তানও রয়েছে তাঁদের৷ নাম ইম্মারা৷ তবে ইমরানের সঙ্গেও বিয়ে টেকেনি অবন্তিকার৷ আপাতত দু’জনে আলাদাই থাকেন৷ 

Once ranbir kapoor dated his good friends wife

জানা যায়, যখন রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে অবন্তিকা ইমরানের সঙ্গে ডেট করতে শুরু করেন, সই সময় এই দুই বলিউড তারকার মধ্যে বেশ বন্ধুত্ব ছিল৷ অবন্তিকার সঙ্গে রণবীরের প্রেম নিয়ে এখনও চর্চা হয়৷ সম্পর্ক ভাঙা-গড়া আর সঙ্গম রণবীরের কাছে জলভাত৷ নিজের অভিনয় দক্ষতায় বলিউডে পাকা জায়গা করে নিলেও, প্লে-বয় ইমেজ থেকে বেরতে পারেননি তিনি৷ ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৮ থেকে আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রণবীর৷ এমনকী তাঁদের মধ্যে লিভইন সম্পর্কও রয়েছে৷ তবে এখনও ছাদনাতলায় পৌঁছতে পারেননি তিনি৷ শীঘ্রই ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে রণবীর ও আলিয়াকে৷

Once ranbir kapoor dated his good friends wife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − two =