বিয়ে সেরে ফেললেন ‘অরুদ্বীপ’? নেটপাড়ায় ভাইরাল ছবি

বিয়ে সেরে ফেললেন ‘অরুদ্বীপ’? নেটপাড়ায় ভাইরাল ছবি

মুম্বই:  জনপ্রিয় হিন্দি রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১২ দাগ কেটে গিয়েছে গোটা দেশবাসীর মনে৷ প্রতিযোগীদের গান যেমন সকলের মন ছুঁয়েছে, তেমন এই শো থেকে তৈরি হয়েছে একটি জনপ্রিয় জুটিও৷ যে জুটি এখন সকলের মনে রাজত্ব করছে৷ তাঁরা হলেন বনগাঁর প্রতিযোগী অরুণিতা কাঞ্জিলাল এবং ইন্ডিয়ান আইডল ১২ সিজনের জয়ী প্রতিযোগী পবনদ্বীপ কাঞ্জিলাল৷ তাঁদের জুটি গোটা সিজন ধরে সঙ্গীতের এই জলসায় দাপট দেখিয়েছে৷ ‘অরুদ্বীপ’ এখন  ট্রেন্ডিং হ্যাশট্যাগ হয়ে গিয়েছে৷ তাঁদের প্রেমের সম্পর্ক নিয়েও শুরু হয়েছে গুঞ্জন৷ 

আরও পড়ুন- মধুচন্দ্রিমা থেকে ফিরেই হেঁশেলে ক্যাটরিনা! কী বানালেন ‘পঞ্জাবী বৌমা’?

arudip

অনেকেই বলছেন গোপনে প্রেম করছেন অরুদ্বীপ৷ কিন্তু সে কথা মানতে নারাজ তাঁরা৷ তাঁদের কথায় তাঁরা কেবল ভাল বন্ধু৷ কিন্তু তাঁদের কেমিস্ট্রি কারও নজর এড়ায়নি৷ এমনকী নেট পাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের বিয়ের ছবি৷ তাঁদের এক গভীর বন্ধনে বেঁধে দিল নেট দুনিয়া৷ অরুদ্বীপের ভক্তরা তাঁদের বিয়ের ফেক  ছবি তৈরি করে নেট পাড়ায় ছাড়তেই তা ভাইরাল। কারণ তাঁদের গুনগ্রাহীদের কল্পনায় এই ভাবেই ধরা দেয় অরুদ্বীপ জুটি৷ 

এই দুই জুটি সম্পর্কের নিরিখে জনপ্রিয় হলেও তাঁরা বারবার স্পষ্ট করেছে যে তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই। পবনের কথায়, ‘‘ আমরা সকলে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি৷ যার জন্য আমাদের আলাদা করা সম্ভব নয়। আমার মনে হয় বন্ধুত্ব এতটা বেশি হয়ে থাকলে সকলের ক্ষেত্রেই এমনটা হয়৷ তবে আমি বিশ্বাস করি কিছু সময় পর মানুষ ঠিক বুঝতে পারবে যে আমাদের মধ্যে কোনও সম্পর্ক নেই।’’ পবন আরও বলেন, ‘‘এখন আমরা সকলেই অনেক ছোট এবং সকলেই কেরিয়ারের দিকে ফোকাস করতে চাই। বাকি সব কিছুর জন্য অনেক সময় আছে। আর সব কিছুর উর্ধ্বে উঠে একটা কথাই বলতে চাই, আমাদের বন্ধুত্ব যেন বার্ধক্য অব্দি টেকে।’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *