দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছবি, থাকছে চমক

দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছবি, থাকছে চমক

মুম্বই: ২০১২ সালের মুক্তি পাওয়া ছবি ‘ওহ মাই গড’ বক্স অফিসে নজরকাড়া সাফল্য পাওয়ার ন’বছর পর ২০২১-এ সিক্যুয়েল তৈরি হচ্ছে। ‘ওহ মাই গড’ ছবিতে সমাজের কুসংস্কারের বিষয় তুলে ধরা হলেও, ‘ওহ মাই গড ২’তে ছবিতে ভারতীয় শিক্ষাব্যবস্থার দিকগুলিকে তুলে ধরা হবে৷ প্রথমটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল বলিউড খিলাড়ি অক্ষয় কুমার ও প্রবীণ অভিনেতা পরেশ রাওয়ালকে৷ নতুন ছবিতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ও অক্ষয় কুমার। 

বলিউড সূত্রে খবর, প্রধান ভূমিকায় থাকবেন পঙ্কজ ত্রিপাঠি৷ পরেশ রাওয়ালের জায়গায় পঙ্কজ ত্রিপাঠিকে কাজ করতে দেখা যাবে৷ তবে মুখ্য চরিত্রে আবারও দেখা যাবে অক্ষয় কুমারকেই। ছবির গল্প অনুযায়ী, দুই অভিনেতাই একে অপরকে ধরা দেবেন৷ ছবির মূল গল্প ভারতীয় শিক্ষাব্যবস্থায় পড়ুয়াদের পরীক্ষার জন্য চাপ এবং কলেজে ভর্তির নানা বিষয় নিয়ে৷ মুম্বইয়ে পরিচালক অমিত রাইয়ের পরিচালনায় পঙ্কজ ত্রিপাঠি এই ছবির শুটিং শুরু করেছেন বেল খবর। আগামী দিন কয়েকের মধ্য়ে অভিনেত্রী ইয়ামি গৌতমও এই ছবির শুটিং শুরু করবেন বলে জানা গিয়েছে। প্রধান মহিলা চরিত্রে দেখা যাবে তাঁকে৷ তবে খিলাড়ি অক্ষয় কুমার অন্য ছবির কাজ নিয়ে ব্যস্ত এই সিনেমার শ্যুটিং শুরু করবেন অক্টোবর থেকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =