মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুললেন পুনম, গ্রেফতার স্যাম

মুম্বই: বিয়ে হয়েছে একমাসও হয়নি। আর এরই মধ্যে স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনলেন পুনম পাণ্ডে। ১০ সেপ্টেম্বর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড স্যাম বম্বের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। কিন্তু মধুচন্দ্রিমায় গিয়েই পাশা পালটে গেল। স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনলেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার স্যাম বম্বেকে গ্রেফতার করে গোয়া পুলিশ।

মুম্বই: বিয়ে হয়েছে একমাসও হয়নি। আর এরই মধ্যে স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনলেন পুনম পাণ্ডে। ১০ সেপ্টেম্বর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড স্যাম বম্বের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। কিন্তু মধুচন্দ্রিমায় গিয়েই পাশা পালটে গেল। স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনলেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার স্যাম বম্বেকে গ্রেফতার করে গোয়া পুলিশ।

গোয়ার ক্যানাকোনা গ্রামে মধুচন্দ্রিমায় কাটাতে গিয়েছিলেন স্যাম বম্বে ও পুনম পাণ্ডে। পুনমের অভিযোগ, তাঁর স্বামী স্যাম বম্বে তাঁকে যৌন নিগ্রহ করেছেন। এমনকী তিনি এও অভিযোগ করেন যে স্যাম নাতি তাঁকে ভয় দেখিয়েছেন। বিয়ের মাত্র ২২ দিনের মাথায় এই অভিযোগ করলেন পুনম। স্থানীয় থানার আধিকারিক তুকারাম চৌভান জানিয়েছেন, সোমবার রাতে স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুনম পাণ্ডে। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুনমের মেডিক্যাল পরীক্ষা করা হবে বলেও জানান তিনি। দু-বছর ধরে স্যাম বম্বে ও পুনম পাণ্ডে লিভ ইন সম্পর্কে ছিলেন। গত ১ সেপ্টেম্বর বিয়ে করেন তাঁরা। ১০ দিন পর ইনস্টাগ্রামে বিয়ের খবর দেন তাঁরা।

আরও পড়ুন: সুশান্ত-রিয়া-শ্রদ্ধাকে ড্রাগ এনে দিতেন, NCB-র সামনে স্বীকারোক্তি ট্যালেন্ট ম্যানেজারের

একটি প্রজেক্টের শুটিংয়ের সময় স্যামের সঙ্গে পুনমের আলাপ। তাঁদের মধ্যে ২ বছর প্রেম চলে। এরপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁদের প্রেমের গল্প সম্পর্কে কথা বলতে গিয়ে পুনম বলেন, “আমরা আমাদের মধ্যে টান উপেক্ষা করতে পারিনি। এখনও পর্যন্ত সবকিছু রোমান্টিক বলিউডের ছবির মতো হয়ে এসেছে। ওর সম্পর্কে সব কিছু জেনে প্রেমে পড়তে আমার তিন মাস সময় লেগেছিল। অবশ্যই আমার মতে আমার স্বামী পৃথিবীতে সবচেয়ে স্মার্ট। জোকস অ্যাপার্ট, আমদের মধ্যে অনেক দিক দিয়েই মিল রয়েছে। তিনি আমার সেরা বন্ধু এবং আশ্চর্যজনক ব্যাপারটি হ’ল যে আমরা একে অপরের মন পড়তে পারি।” এরপর গত ২৭ জুলাই পুনম ও স্যাম এনগেজডমেন্ট সারেন। এর কয়েকদিন পরই বিয়ে করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 19 =