পরিমণীর বাড়ি থেকে উদ্ধার বিদেশি মদ ও মাদক, ব়্যাবের আভিযানে আটক অভিনেত্রী

পরিমণীর বাড়ি থেকে উদ্ধার বিদেশি মদ ও মাদক, ব়্যাবের আভিযানে আটক অভিনেত্রী

ঢাকা:  বিতর্ক আর পরিমণী যেন একে অপরের সমর্থক৷ ফের শিরোনামে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী৷ বুধবার তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মদ ও মাদক উদ্ধার করে বাংলাদেশের ব়্যপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (ব়্যাব)৷  অতিনাটকীয়ভাবে আটক অভিনেত্রী৷

আরও পড়ুন- উড়ছে পোশাক, আর একটু হলেই বেরিয়ে আসত গোপনাঙ্গ, মেরিলিন মনরো বেশে সামলালের শ্রীলেখা

পরিমণীর বাড়িতে বিপুল পরিমাণ নেশার বস্তু রয়েছে বলে গোপনসূত্রে খবর পেয়েছিল ব়্যাব৷ সেই খবরের ভিত্তিতেই বুধবার তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়৷ এদিকে ব়্যাব তাঁর বাড়িতে অভিযান শুরু করতেই লাইভে এসে প্রশাসনের সাহায্য চান পরিমণী৷ যদিও তাতে বিশেষ লাভ হয়নি৷ প্রায় ৩ ঘণ্টা তল্লাশি চালানোর পর বাংলাদেশি অভিনেত্রীকে হেফাজতে নেওয়া হয়৷ তাঁর বাড়ি থেকে ৩০টি বিদেশি মদের বোতল, এলসিডি নেশার জন্য ব্লটিং পেপার ও কিছু মাদক উদ্ধার করা হয়েছে৷ পরিমণীর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তাঁর গাড়ির চালক ও বাড়ির এক কর্মীকে৷   

পরিমণী

 

গতকাল লাইভে এসে পরিমণী বলেছিলেন, ‘বিভিন্ন পোশাকে’ কিছু লোক এসে তাঁকে তুলে নিয়ে যেতে চাইছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে৷ যদিও তাঁকে জানানো হয় অনুমতি নিয়েই এই অভিযান চালানো হচ্ছে৷ তা সত্বেও এক ঘণ্টা ধরে নিজের অসহায় অবস্থার কথা বলতে থাকেন ফেসবুকে৷ যাবতীয় নাটক শেষে সন্ধ্যা ৭টায় আটক করা হয় অভিনেত্রীকে৷

দিন কয়েক আগে নাসিরুদ্দিন মামুদ নামে এক ব্যবসায়ী ও তাঁর বন্ধু তুহিন সিদ্দিকি আমিরের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলেছিলেন পরিমণী৷ এমনকী তাঁকে ধর্ষণ ও খুনের চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন অভিনেত্রী৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সোস্যাল মিডিয়ায় সুবিচারও চান তিনি৷ সেই ঝড় থামতে না থামতেই মাদক যোগে আটক হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরিমণী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eight =