নয়াদিল্লি: ছাত্র আন্দোলনের জেরে অস্থির পরিস্থিতি বাংলাদেশে৷ কোটা সংস্কার আন্দোন বদলে যায় একদফা দাবিতে৷ শেখ হাসিনার পতন চেয়ে পথে নামে হাজার হাজার ছাত্র৷ শেখ হাসিনা সরকার ভেঙে গিয়েছে৷ বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার৷ কিন্তু শান্তি ফেরেনি৷ এবার বাংলাদেশের পরিস্থিতি নিে মুখ খুললেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা৷ বাংলাদেশে যাতে দ্রুত শান্তি ফেরে, সেই প্রার্থনাও জানালেন অভিনেত্রী।
এদিন নিজের এক্স হ্যান্ডলে প্রীতি লিখেছেন, “বাংলাদেশে সংখ্যালঘু মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটে চলেছে, তা দেখে আমি বিধ্বস্ত৷ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। মানুষ আশ্রয় হারাচ্ছে। সংখ্যালঘুদের প্রার্থনাস্থলে হামলা চলছে, ভাঙচুর করা হচ্ছে। আশা রাখি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথাযথ পদক্ষেপ করবে। সে দেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি।”