শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে, আত্মজীবনীতে বিস্ফোরক প্রিয়াঙ্কা

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে, আত্মজীবনীতে বিস্ফোরক প্রিয়াঙ্কা

মুম্বই:  অনবদ্য অভিনয়, অসামান্য স্টাইলে রুপোলি পর্দায় ঝড় তুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ বলিউডের পাশাপাশি ছাপ ফেলেছেন হলিউডেও৷ অগণিত দর্শকের হৃদয় জুড়ে আজও বিরাজ করছেন পিগি চপস৷ কিন্তু কেরিয়ারের শুরুতে পরিচালকের হাতে হেনস্থার শিকার হতে হয়েছিল মিস ওয়ার্ল্ডকেও৷ সেই অনাকাঙ্খিত স্মৃতির কথা উঠে এল তাঁর ‘আনফিনিশড’ বই-তে৷ 

আরও পড়ুন-  ‘কৃষক আন্দোলন নিয়ে চুপ কেন প্রিয়াঙ্কা?’ টুইটে প্রশ্ন মিয়ার

নিজের আত্মজীবনীতে তিনি লিখেছেন, কেরিয়ারের শুরুতে পরিচালকের কাছ থেকে শরীর নিয়ে কুরুচিকর মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে৷ এই বইতে তিনি তুলে ধরেছেন তাঁর সেই কঠিন সময়ের স্মৃতিগুলিকে৷ নিক জোনাস ঘরনী লিখেছেন, প্রথম ছবির অডিশনে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল তাঁর৷ যৌন উদ্রেককারী আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছিল এক পরিচালকের কাছ থেকে৷ 

কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিলেন প্রিয়াঙ্কা৷ যা তাঁর অন্তরে আঘাত করেছিল৷ প্রিয়াঙ্কা তাঁর বইতে লিখেছেন, ওই দিন কাজ নিয়ে কিছুক্ষণ কথা বলার পর আমাকে উঠে দাঁড়াতে বলেন ওই পরিচালক৷ উনি দীর্ঘক্ষণ আমাকে পর্যবেক্ষণ করার পর বলেন, অভিনেত্রী হতে চাইলে শরীরের কিছু অংশ প্লাস্টিক সার্জারি করানো উচিত আমার৷ উনি আমাকে স্তন, চোয়াল এবং নিতম্বের সার্জারি করার পরামর্শ দেন৷ উনি ওঁনার এক পরিচিত চিকিৎসকের ঠিকানা দিতেও চান৷’’ তিনি আরও জানান, সেই সময় ওই পরিচালকের কথায় সহমত পোষণ করেছিলেন তাঁর তৎকালীন ম্যানেজার৷ এই ঘটবার পর ওই ম্যানেজারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি৷ 

আরও পড়ুন- আর্থিক কেলেঙ্কারি এবার সানি লিওনের বিরুদ্ধে! বয়ান রেকর্ড পুলিশের!

সম্প্রতি দিল্লির একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দেশি গার্ল বলেন, ‘‘আমি বিনোদন দুনিয়ায় রয়েছি৷ এই জগতে আমার দৃঢ় হওয়ার প্রয়োজন ছিল৷ যখন কোনও শিল্পী তাঁর দুর্বলতার কথা বলেন মানুষ তখন তাঁকে নীচু দেখাতে ভালোবাসে৷ কিন্তু আমি কোনও দিনও নিজেকে নীচে নামায়নি৷ আমি আমার কাজ করে গিয়েছি৷ ওই সকল বিষয়ে কথা বলিনি যা আমাকে কষ্ট দেয়৷ কথা বলিনি পেরিয়ে আসা কঠিন সময় নিয়ে৷ তবে এখন আমি অনেক পরিণত৷ এই বিষয়ে খোলাখুলি কথা বলতে পারি৷’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =