#মিটু আন্দোলনের পথ চলা আরও বাকি, বহু প্রভাবশালী এখনও আড়ালে: রাধিকা আপ্তে

#মিটু আন্দোলনের পথ চলা আরও বাকি, বহু প্রভাবশালী এখনও আড়ালে: রাধিকা আপ্তে

লন্ডন: #মিটু আন্দোলন শুরু হওয়ার পর প্রকাশ্যে এসেছে বহু নির্যাতনের ঘটনা৷ #মিটু আন্দোলনের জোয়ারে সেলেব থেকে কর্মরত মহিলারা সরব হয়েছেন প্রতিবাদে৷ অভিনেত্রী রাধিক আপ্তে মনে করেন এই আন্দোলন সকলের নজর কেড়েছিল এবং এর পরিণতি ভালই হয়েছে৷ তবুও এই আন্দোলনের পথ চলা এখনও বাকি৷ কারণ বহু প্রভাবশালী মানুষের নাম এখনও আড়ালে রয়ে গিয়েছে৷  

আরও পড়ুন- ৭ কোটির প্রশ্নের উত্তর দিতে পারেননি, অনুতাপ নেই কোটিপতি নাজিয়ার

 
#মিটু আন্দোলন শুরু হয় ২০১৮ সালে৷ যৌন হেনস্থা, লাঞ্ছনার বিরুদ্ধে সরব হয় গোটা দেশ৷ তোলপাড় হয় বলিউড৷ উঠে আসে সাজিদ খান, নানা পাটেকর, অলোক নাথের মতো অভিনেতার নাম৷ কসমোপটিটন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘‘আমার মনে হয় এখনও বহু মানুষ আছে, যাদের বিরুদ্ধে কথা বলা হয়নি৷ যারা সাময়িকভাবে তাঁদের কাজ থেকে বিরতি নিয়েছিলেন (এই আন্দোলনের পর), তাঁরাও নিজেদের কাজে ফিরে গিয়েছেন৷ কিন্তু এখনও বহু প্রভাবশালী ব্যক্তি আড়ালে রয়ে গিয়েছে৷’’ রাধিকার কথায়, ‘‘বহু প্রভাবশালী লোক এর সঙ্গে জড়িয়ে রয়েছে৷ কিন্তু বিশ্ব তাঁদের কথা জানে না৷ এই আন্দোলনে প্রচুর হাইপ তৈরি করেছিল৷ এর পরিণতিও ভালো হয়েছে৷ কিন্তু এটিকে একটি সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসতে পারিনি৷ এটার প্রয়োজন রয়েছে৷ আমাদের আরও অনেক কিছু করতে হবে৷’’  প্রসঙ্গত, রাধিকা আপ্তেকে শেষ দেখা গিয়েছিল রাত আকেলি হ্যায় ছবিতে৷ তাঁর বিপরীতে ছিলেম নওয়াজউদ্দিন সিদ্দিকি৷ খুনের রহস্যে মোড়া এই ছবিটি গত জুলাই মাসে নেটফ্লিক্সে রিলিজ করে৷ লকডাউনের সময়টা পুরোপুরি স্বামী বেনেডিক্ট টেলরের সঙ্গেই কাটিয়েছেন রাধিকা৷  

আরও পড়ুন- “গত ৪০ বছরে মাথা নোয়াতে হয়নি, ছেলের জন্য আজ নোয়াতে হল”, মুখ খুললেন কুমার শানু

#মিটু আন্দোলন শুরু হওয়ার পর বহু অভিনেত্রী প্রকাশ্যে মুখ খুলেছিলেন৷ বলিউডে নিজেদের হেনস্থার কথা ফাঁস করেছিলেন তাঁরা৷ এর পর তাঁদের একঘরে করে দেওয়ার চেষ্টাও হয়েছে৷ ভারতে মিটু আন্দোলনের মুখ তনুশ্রী দত্ত৷ নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে ঝড় তুলেছিলেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 1 =