মুম্বই: বিপাকে ঋষি-পুত্র৷ আইনি জটে জড়িয়ে পড়লেন বলিউড তারকা রণবীর কাপুর। অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে তাঁকে ডেকা পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগামী শুক্রবার, অর্থাৎ ৬ অক্টোবর ইডির দফতের হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতাকে।
ঠিক কী অভিযোগ রনবীরের বিরুদ্ধে? মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড শিল্পী ও গায়কের। গড়াপেটাকাণ্ডের তদন্তে নেমে অভিযুক্ত তারকাদের জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের প্রচারক সৌরভ চন্দ্রকর। তাঁর বিয়ের অনুষ্ঠান আলোকিত হয়েছিল একাধিক বলিউড তারকার উপস্থিতিতে। বিয়ের পাশাপাশি এই গেমিং অ্যাপের সাফল্যে একটি পার্টি দিয়েছিলেন সৌরভ। সেখানেও বসেছিল চাঁদের হাট। মহাদেব অ্যাপের প্রচারকের সঙ্গে তাঁদের সম্পর্ক কতটা গভীর, সেটাই মেপে নিতে চাইছেন ইডি-র কর্তারা৷ অনলাইন গেমিংকাণ্ডে গড়াপেটা সম্পর্কে তাঁরা কতটা ওয়াকিবহাল, সেই বিষয়টিও খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
রণবীর ছাড়াও ইডির আঁতস কাচে রয়েছেন প্রায় ১৫-২০ জন বলিউড তারকা ও সঙ্গীত শিল্পী। আইনি ফাঁপড়ে পড়েত পারেন গায়ক আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিং, নেহা কক্করের মতো সেলিব্রিটিরা। এছাড়াও ডাক পড়তে পারে টাইগার শ্রফ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার মতো অভিনেতাদেরও। ইডির স্ক্যানারে ঢুকে পড়েছেন কৌতুকাভিনেতা ভারতী সিং আর কৃষ্ণা অভিষেকও।