সাদা গেঞ্জি গায়ে হিরের চমকে জিমে ঘাম ঝরালেন রণবীর, মাসলে ঝড় নেটপাড়ায়

সাদা গেঞ্জি গায়ে হিরের চমকে জিমে ঘাম ঝরালেন রণবীর, মাসলে ঝড় নেটপাড়ায়

মুম্বই:  বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক রণবীর কাপুর খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে সাফল্যের শিখর ছুঁয়েছেন৷ অনবদ্য অভিনয় দক্ষতার পাশাপাশি তিনি পরিচিত তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্যেও৷ তাঁর লুক এবং স্টাইল ইন্ডাস্ট্রিতে একেবারে হাটকে৷ সম্প্রতি কিছু হট ছবি পোস্ট করেছেন তারকা৷ যা দেখে অনেকেরই মুখ হা৷ তবে ছবির ক্যাপশন উস্কে দিয়েছে নেপোটিজমের প্রসঙ্গ৷ ‘গাল্লি বয়’ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কেউ আমাকে কিছু হাতে তুলে দেয়নি ভাই৷ #grind #mondaymotivation.’ 

আরও পড়ুন- আরিয়ানের বিশেষ বান্ধীর প্যাডের ভিতর থেকে উদ্ধার মাদক! কে এই মুনমুন ধমেচা?

জিমে রণবীরকে ঘাম ঝরাতে দেখে অনেকের শরীরেই শিহরণ জেগেছে৷ গায়ে সাদা গেঞ্জি আর চুলে পনিটেলে হট রণবীর৷ তাঁর সারা শরীর চুঁইয়ে পড়ছে ঘাম৷  আউটফিটের সঙ্গে পাল্লা দিয়ে চমক বাড়িয়েছে হিরের কানের দুল আর হিরের লকেট৷ ছবিতে স্পষ্ট ধরা দিয়েছে তাঁর বাইসেপস ও ট্রাইসেপস৷ এই ছবিতে অসাধারণ স্টাইলিস লেগেছে রণবীরকে৷

রণবীর

রণবীর তাঁর কাজের প্রতি অত্যন্ত ডেডিকেটেড৷ কাজ নিয়ে তিনি এতই আবেগপ্রবণ যে, চরিত্রের খাতিরে নিজেকে বারবার ভেঙেচুরে নতুন করে গড়তে পিছপা হন না৷ চরিত্রের চাহিদায় নিজেকে গড়ে তুলতে মাসের পর মাস কঠোর পরিশ্রম করেন৷ সেকারণেই তাঁর প্রতিটি ছবিতে থাকে অভিনয়ের সম্ভার৷ নিশ্চিতভাবেই রণবীর ফিটনেস ফ্রিক। বারবার লুকস বদলে তিনি সকলকে অবাক করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন লুকস ঘায়ের করেছে নারী হৃদয়কে৷ 

রণবীর

রণবীরকে খুব শীঘ্রই দেখা যাবে ৮৩ ছবিতে৷ ভারতীয় ক্রিকেট টিমের ৮৩’র বিশ্বকাপ জয়ের উপর নির্মিত হয়েছে ছবিটি৷ ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরে৷ তাঁর বিপরীতে রয়েছেন দীপিকা পাদুকোন৷ পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে রোহিত শেট্টির সার্কাস, করণ জোহরের রকি৷ আপাতত তিনি ব্যস্ত  ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবির শ্যুটিংয়ে৷  এই ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, ধর্মেন্দ্র, শাবানা আজমি এবং জয়া বচ্চন। 

রণবীর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =