ছোটপর্দায় অভিষেক রেখার, উমরাওজানকে দেখা যাবে স্টার প্লাসের ধারাবাহিকে

মুম্বই: বড়পর্দার পর ছোটপর্দায় এবার দেখা যাবে উমরাওজানকে। একসময় বড়পর্দার অভিনেতা বা অভিনেত্রীরা ছোটপর্দায় অভিনয় করাকে ভাল চোকে দেখতেন না। ছোটপর্দা থেকে অভিনেতা অভিনেত্রীরা বড়পর্দায় এসেছেন। কিন্তু উলটোটা আগে হত না। কিন্তু এখন ধীরে ধীরে এই ধারণা বদলাচ্ছে। এখন শাহরুখ, সলমন, এমনকী অমিতাভ বচ্চনও ছোটপর্দায় অভিনয় করছেন। এবার সেই তালিকায় সংযোজন হলেন রেখা।

 

মুম্বই: বড়পর্দার পর ছোটপর্দায় এবার দেখা যাবে উমরাওজানকে। একসময় বড়পর্দার অভিনেতা বা অভিনেত্রীরা ছোটপর্দায় অভিনয় করাকে ভাল চোকে দেখতেন না। ছোটপর্দা থেকে অভিনেতা অভিনেত্রীরা বড়পর্দায় এসেছেন। কিন্তু উলটোটা আগে হত না। কিন্তু এখন ধীরে ধীরে এই ধারণা বদলাচ্ছে। এখন শাহরুখ, সলমন, এমনকী অমিতাভ বচ্চনও ছোটপর্দায় অভিনয় করছেন। এবার সেই তালিকায় সংযোজন হলেন রেখা।

আরও পড়ুন: Y+ ক্যাটেগরির নিরাপত্তা পেলেন রবি কিষন, উত্তরপ্রদেশকে ধন্যবাদ জানিয়ে ট্রোলড অভিনেতা

‘কউন বনেগা ক্রোড়পতি’ রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে যখন অমিতাভ বচ্চন যখন কাজ শুরু করেন, তখন ধারণা বদলাতে শুরু করে। এরপর আগে ‘বিগ বস’, ‘পাঁচ ভি পাস সে তেজ হ্যায়’, ‘কফি উইথ করণ’ ইত্যাদি। শাহরুখ খান, সলমান খান, করণ জোহরের মতো অনেক সেলিব্রিটিই ছোটপর্দায় কাজ করতে শুরু করেন। এবার ৬৫ বছরের রেখাও তাঁদের পাশাপাশি নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখতে চলেচেন ছোটপর্দায়। এই প্রজেক্টের সাহায্যে বহুদিন পর ক্যামেরার সামনে ফিরছেন এভারগ্রিন এই অভিনেত্রী। জানা গিয়েছে রেখা স্টার প্লাসের নতুন শো ‘গুম হ্যায় কিসি কে পেয়ার মে’ ধারাবাহিকে অভিনয় করবেন।

আরও পড়ুন: পুজোর আগেই বাংলা সফরে অমিত শাহ! কীভাবে হবে লড়াই? ঠিক হবে রণকৌশল

১ অক্টোবর এই ধারাবাহিকের প্রোমো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এক সেলেব্রিটি ফটোগ্রাফার। প্রোমোতেই রেখার এক ঝলক দেখা গিয়েছে। তাঁকে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের বিখ্যাত গান ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’ গাইতে শোনা গিয়েছে। তিনি পরেছেন সোনালি রঙের শাড়ি। সম্প্রতি স্টার প্লাসে শেষ হয়েছে পার্থ সামথান এবং এরিকা ফার্নান্ডেজ অভিনীত সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কে ২’। সেই জায়গায় আসতে চলেছে এই নতুন ধারাবাহিক। আগামী ১০ অক্টোবর রেখার জন্মদিন। তার আগেই জীবনের নতুন অধ্যায় শুরু করার কথা ঘোষণা করলেন রেখা।

আরও পড়ুন: ১৫ অক্টোবরের পর খুলতে পারে স্কুল, চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যগুলির হাতে ছাড়ল কেন্দ্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =