‘রোলার কোস্টারে জুড়ল আরও একটা বছর’, জন্মদিনে কী রেজোলিউশন নিলেন ঋতাভরী?

‘রোলার কোস্টারে জুড়ল আরও একটা বছর’, জন্মদিনে কী রেজোলিউশন নিলেন ঋতাভরী?

কলকাতা: ঋতাভরী মানেই সেনশেসন৷ আর তাঁর জন্মদিন মানেই স্পেশ্যাল কিছু৷ দেখতে দেখতে ২৯-এ পা দিলেন অভিনেত্রী৷ করোনা কালে নিজের জন্মদিনটা একটু অন্য ভাবেই পালন করলেন তিনি৷ বাইরের পার্টি বা হুল্লোড় নেই৷ বরং ঘরের চার দেওয়ালেই নতুন বছরকে স্বাগত জানালেন টলি কুইন৷ 

আরও পড়ুন- দৃষ্টিশক্তি হারাতে চলেছেন গায়িকা পরমা? পোস্ট কোভিডে বিভীষিকা

জন্মদিনে কেক হাতে আলো আধারিতে নিজের একটি ছবি পোস্ট করেছেন ঋতাভরী৷ শরীর জড়িয়ো রয়েছে ডিপ নেট কালো পোশাক৷ খোলা চুল আর ঠোঁটে লাল লিপস্টিক৷ কেক হাতে আলো আধারিতে দাঁড়িয়েই বার্থডে রেজলিউশন জানিয়েছেন অভিনেত্রী৷ ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘‘জীবনের রোলার কোস্টারে আরও একটি বছর যুক্ত হল৷ আমি আবার যদি তা করতে পারি, আমি নিজেকেই বেছে নেব৷ যাই হোক, বেটার লেট দ্যান নেভার!! আমি আজ থেকে আমার আগামী জীবনের প্রত্যেকটা দিন নিজেকেই বেছে নিলাম৷’’

ঋতাভরীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মা শতরূপা সান্যালও৷ শেয়ার করেছেন মেয়ের ছোটবেলার ছবি৷ ক্যাপশনে লিখেছেন,‘‘শুভ জন্মদিন সোনা না! হ্যাপি বাড্ডে!! আলো মেয়ে আমার, ভালো হোক! মানবজন্ম সার্থ হোক!!’’ সঙ্গে লাভ সাইন৷ পাশাপাশি বোনকে শুভেচ্ছা জানিয়েছেন দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তীও৷ শেয়ার করেছেন দার্জিলিং-এর কিছু ছবি৷ সেখানে বোনকে ফ্লাওয়ার গার্ল বলেছেন তিনি৷ 

আরও পড়ুন- সাইকেল চালিয়ে ডিম-পাউরুটি বিক্রি করছেন সোনু! ভাইরাল ভিডিয়ো

জন্মদিনে ঋতাভরীর মিষ্টি ছবি দেখে মুগ্ধ তাঁর ভক্তরা৷ সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই তৎপর অভিনেত্রী৷ তাঁর আবেদনে ঘায়ের পুরুশ হৃদয়৷ তাঁর শরীরি আবেদন এড়াতে পারে, এমন অনুরাগী কমই আছে৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + thirteen =