নেট মাধ্যমে প্রোফাইল ছবি বদলে আফগানিস্তানকে বাঁচানোর আর্জি ঋতুর

নেট মাধ্যমে প্রোফাইল ছবি বদলে আফগানিস্তানকে বাঁচানোর আর্জি ঋতুর

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল ছবি বদলে আফগানিস্তানকে বাঁচানোর কাতর আর্তি জানালেন টলিউডের প্রথম সারির নায়িকা ঋতুপর্না সেনগুপ্ত৷ 

আফগানিস্তানে ফের ক্ষমতা হাতে পেয়েই দাপিয়ে বেড়াচ্ছে তালিবানরা৷ প্রাণে বাঁচার জন্য দিকবেদিক শূন্য হয়ে ছুটছে জনগণ৷ সেখানকার তারকারাও ভয়ে ছুটে বেড়াচ্ছেন৷ প্রাণ বাঁচানোর তাগিদে রাস্তায় দৌড়তে দেখা গিয়েছে আফগান পরিচালক সাহরা করিমিকে, কোনও ক্রমে প্লেনে চেপে দেশ থেকে রীতিমতো পালিয়ে বেঁচেছেন আফগানিস্তানের পপ তারকা আরিয়ানা সইদ। আফগানিস্তানের এহেন অশান্ত পরিস্থিতিতে উদ্বিগ্ন ঋতুপর্না৷ এমতবস্থায় সোশ্যাল মিডিয়াকেই প্রতিবাদের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম, তিনটি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল ছবিই পালটে ফেলে, তার বদলে ‘আফগানিস্তানকে বাঁচান’ বলে একটি ছবি পোস্ট করেছেন৷

এর আগে গত ১৮ অগস্ট টুইটারে অভিনেত্রী লিখেছিলেন, ‘চূড়ান্ত হতাশ আর হতবাক! প্রতিবাদের ভাষা জানা নেই…বিকৃতমনের মানুষগুলোর হাতে সবকিছু! কোথায় রাষ্ট্রসংঘ? নিরাপত্তা পরিষেবা? অদ্ভূত বিশ্বের রাজনীতি! সীমান্তের অবস্থাও তথৈবচ… মনে হচ্ছে প্রাগৈতাহিসক যুগে চলে গিয়েছি।’ উল্লেখ্য, আফগানিস্তানের এই অশান্ত পরিস্থিতিতে বহু তারকাই উদ্বিগ্ন৷ অনেকেই নিজেদের মতামত জানাচ্ছেন নানা ভাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − fourteen =