ঋতুপর্ণাকে চরম হেনস্থা আরজি কর আন্দোলনকারীদের,‘কীভাবে পারলেন?’ নিন্দায় সরব সুদীপ্তা

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বুধবার ‘বিচার পেতে আলোর পথে’ নামে এক কর্মসূচির ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন। রাত দখলের রাতে দাবি ছিল নারী সুরক্ষার৷ সেই…

Rituparna Sengupta harassment

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বুধবার ‘বিচার পেতে আলোর পথে’ নামে এক কর্মসূচির ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন। রাত দখলের রাতে দাবি ছিল নারী সুরক্ষার৷ সেই লড়াইয়ে সামিল হয়েই হেনস্থার শিকার হতে হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ তিনি শ্যামবাজারে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়৷ তাঁর গাড়িতে হামলা করা হয়৷ এই ঘটনার প্রতিবাদে মুখ খোলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী৷ আন্দোলনকারীদের উদ্দেশে তাঁর প্রশ্ন কী ভাবে করতে পারলেন? ( Kolkata protest harassment Rituparna Sengupta)

 

সোশ্যাল মিডিয়া প্রতিবাদ সুদীপ্তার

সোশাল মিডিয়ায় সুদীপ্তা লেখেন, “আপনারা তাঁর অবস্থান দেখলেন না। শুধুমাত্র ভুয়ো ভিডিয়োটি দেখে ঘৃণা উগরে দিলেন। আপনারা তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিলেন। তিনি সেটাও মেনে নিলেন। এলাকা ছাড়লেন। এর পরেও যখন গাড়িতে বসে রয়েছেন, তখন হামলা চালালেন। কী ভয়ঙ্কর পরিস্থিতি! আমি এই ঘটনার তীব্র বিরোধিতা করছি।’’ অভিনেত্রী আরও লিখেছেন, ‘‘আপনারা কী ভুলে গিয়েছেন যে আপনারা নারীদের রাত দখলের লড়াইয়ে শামিল হয়েছিলেন? মহিলাদের সম্মান, অধিকার রক্ষার দাবিতে যে মিছিলে শামিল হয়েছিলেন সেটাও কি ভুলে গিয়েছিলেন? কীভাবে এটা করতে পারলেন? ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র প্রতিবাদ করছি।”

আরও পড়ুন-

প্রতিবাদে হাসি কেন? ‘পিরিয়ড হলে…’ পালটা প্রশ্ন স্বস্তিকার

অমিতাভের সঙ্গে দেখা করতে জলসায় ঐশ্বর্য-আরাধ্যা

 

Entertainment:  Actress Rituparna Sengupta faces harassment during a Kolkata protest, exposing the hypocrisy of activists who claim to fight for women’s rights. Social media erupts in outrage over the incident.