সঞ্জয় দত্তের হাতে সময় মাত্র মাসখানেক! উত্তরে কী বলল মুন্নাভাইয়ের পরিবার?

মুম্বই: সঞ্জয় দত্তের ক্যান্সারে আক্রান্তের খবর বেশ কিছুদিন আগে সামনে এসেছে। জানা গিয়েছে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত অভিনেতা। ক্যান্সার চতুর্থ পর্যায়ে রয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে তাঁর। দেওয়া হচ্ছে কেমোথেরাপি। কিন্তু এরই মাঝে শোনা যাচ্ছে সঞ্জয় দত্তের হাতে নাকি আর মাস খানেক সময় রয়েছে।

মুম্বই: সঞ্জয় দত্তের ক্যান্সারে আক্রান্তের খবর বেশ কিছুদিন আগে সামনে এসেছে। জানা গিয়েছে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত অভিনেতা। ক্যান্সার চতুর্থ পর্যায়ে রয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে তাঁর। দেওয়া হচ্ছে কেমোথেরাপি। কিন্তু এরই মাঝে শোনা যাচ্ছে সঞ্জয় দত্তের হাতে নাকি আর মাস খানেক সময় রয়েছে।

সম্প্রতি দুবাই থেকে মুম্বই ফিরেছেন সঞ্জয় দত্ত। ফেরার পর স্যাঁলোতে গিয়ে সঞ্জয় দত্ত চুল কাটান। যতভাবে নিজেকে স্বাভাবিক রাখা যায় সেই চেষ্টা করছেন সঞ্জয় ও তাঁর পরিবার। এর মধ্যেই খরব রটে অভিনেতার হাতে নাকি আর কয়েক মাস সময় রয়েছে। এমনিতে স্টেজ ফোরের ক্যান্সার থেকে ফিরে আসা খুব সাধারণ ব্যাপার নয়। আর সেই কারণেই উদ্বেগ শুরু হয় অনুরাগীদের মনে। কিন্তু এই গুজবে বেশ ক্ষুব্ধ অভিনেতার পরিবার। ঘনিষ্ঠ সূত্রে খবর, এটি সম্পূর্ণ গুজব। এখন সুস্থই রয়েছেন মুন্নাভাই। চিকিৎসায় ভালই সাড়া দিচ্ছেন তিনি। কিছুদিন আগে সঞ্জয়ের শারীরিক পরীক্ষা হয়। পরীক্ষার ফল নাকি ভালই এসেছে। এভাবে চললে শীঘ্রই ক্যান্সার থেকে অভিনেতা সেরে উঠবেন বলে আশা করছে পরিবার।

মাসখানেক আগে সঞ্জয় দত্তের অসুস্থতার খবর সামনে আসে। জানা যায় তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। রোগ স্টেজ ফোর পর্যায়ে রয়েছে তাঁর। এখান থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মত অনেক বিশেষজ্ঞের। ফলে সঞ্জয় দত্তের স্বাস্থ্য নিয়েও চিন্তা বাড়ছে। এরই মধ্যে সামনে আসে একটি ছবি। যা দেখে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই তাঁর স্বাস্থ্যের জন্য চিন্তিত। কিছুদিন আগে অভিনেতা সঞ্জয় দত্তের একটি ছবি ঘুরে বেড়াচ্ছিল নেটদুনিয়ায়। ছবিতে অভিনেতাকে একটি নীল কলার টি-শার্ট ও গাঢ় নীল রঙের কার্গো প্যান্ট পরে দেখা গিয়েছিল। পায়ে ছিল সাদা ক্যানভাসের জুতো। কাঁধে একটি স্লিং ব্যাগ। ছবিতে তাঁকে বেশ দুর্বল দেখাচ্ছিল। আর তা দেখেই উদ্বেলিত ভক্তরা। মুন্নাভাইয়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। ছবিতে সঞ্জয় দত্ত তাঁর এক ভক্তের সাথে পোজ দিয়েছেন। ছবিতেই বেশ দুর্বল দেখাচ্ছে তাঁকে। অসুস্থতার জন্য অনেকটাই রোগা হয়েছেন তিনি। ওজনও হ্রাস পেয়েছে তাঁর। একজন সোশ্যাল সাইটে মন্তব্য করেছেন, “বাবাকে খুব দুর্বল দেখাচ্ছে। আশা করি তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।” অন্য একজন লিখেছেন, “আশা করি তিনি শীঘ্রই ভাল হয়ে উঠবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eleven =