কলকাতা: আরজি কর-কাণ্ডে তোলপাড় গোটা দেশ। রাজ্যজুড়ে উদ্বেগের ছায়া৷ মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলায় দু’পক্ষের বক্তব্য শুনেছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।
মঙ্গলবার, ফেসবুকে পোস্টে ‘রোটি’ ছবির সেই বিখ্যাত গান ‘ইয়ে জো পাবলিক হ্যায়’ -এর কিছু লাইন পোস্ট করেন রূপাঞ্জনা। কাকে ইঙ্গিত করে এহেন পোস্ট করলেন অভিনেত্রী৷ এক প্রথমসারির সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে রাপাঞ্জনা জানান, তিনি কারও উদ্দেশে কিছু লেখেননি। এক জন সাধারণ মানুষ হিসেবেই বলতে চেয়েছেন, মানুষ সব কিছু দেখছেন৷ মানুষ সবকিছু জানেন।
তিনি ঈরও বলেন, মানুষ তো সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছেন। কারণ এ রকম একটা জঘন্য অপরাধকে কেন ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানুষ সেটা জানতে চাইবেই৷ অভিনেত্রীর কথায়, গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আমরা আদালতের উপর আশাবাদী। কারণ যখন কোথাও ঠাঁই হয় না, মানুষ তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেখান থেকেও সুবিচার না এলে এই সভ্যতাই শেষ হয়ে যাওয়া উচিত৷