গুরুতর অসুস্থ সায়রা বানু, ভর্তি ICU-তে

গুরুতর অসুস্থ সায়রা বানু, ভর্তি ICU-তে

মুম্বই: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিখ্যাত বলিউড অভিনেত্রী তথা প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু। গত তিনদিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তিনি বলে জানা গিয়েছে। প্রাথমিক সময়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা খুব একটা অনুকূল নয়, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 

আরও পড়ুন- ‘আমি একজন ভারতীয় অভিনেতা’ অনুপমের পরিচয় শুনে কী প্রতিক্রিয়া ছিল লিওনার্দোর?

গত ৭ জুলাই প্রয়াত হন সায়রা বানুর স্বামী বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। তাঁর প্রয়াণের পরেই প্রচণ্ড হতাশায় ভুগতে শুরু করেছিলেন সায়রা। চরম নিঃসঙ্গতার সঙ্গে ছিল স্বামীকে হারানোর বেদনা। তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বলে জানা গিয়েছে। এমনকি তিনি মানসিক সমস্যাতেও ভুগতে শুরু করেছিলেন বলে শোনা যাচ্ছে। 

উল্লেখ্য, গত ৭ জুলাই প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘ দিন ধরেই বাধ্যর্ক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷ শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালের আইসিইউতে৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর৷ শেষ সময়ে তাঁর পাশে ছিলেন স্ত্রী সায়রা বানু৷ দিলীপ কুমারের থেকে সায়রা বানু প্রায় ২২ বছরের ছোট। ১৯৬৬ সালের ১১ অক্টোবর সায়রাকে সঙ্গে বিয়ে করেন দিলীপ কুমার। তবে সন্তানধারনের পর সায়রা অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকরা তাঁদের সন্তানকে বাঁচাতে পারেননি। তারপরেই দ্বিতীয় বিয়ে করেন দিলীপ। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। পরে প্রেমের টানে সায়রার কাছেই ফিরে আসেন তিনি। জীবনের অনেকটা পথ তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − four =