ফিল্ম ফেস্টিভ্যালে শহরে সলমন? আশায় বুক বাঁধছে তিলোত্তমা

ফিল্ম ফেস্টিভ্যালে শহরে সলমন? আশায় বুক বাঁধছে তিলোত্তমা

6415b51a88da9bb03b0fadaf1ea4eb8a

কলকাতা: আগামী ৫ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলিউডের ‘টাইগার’ সলমন খান। হ্যাঁ, আপাতত যা খবর তাতে তিনি ওই সময়ে কলকাতায় আসতে উদ্যোগী। দু’দিন বাদেই মুক্তি পাচ্ছে সলমনের ‘টাইগার ৩’। তা নিয়ে উত্তেজনা চরমে। এই আবহেই আবার ‘ভাইজান’-এর কলকাতায় আসার জল্পনা। স্বাভাবিকভাবেই উন্মাদনা তুঙ্গে ভক্তদের মধ্যে। 

‘দাবাং’ ট্যুর করার সময় কয়েক মাস আগেই শহরে পা রেখেছিলেন সলমন খান। সে সময়ে ইস্টবেঙ্গল মাঠে শো করার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেছিলেন তিনি। এবার জানা গেল, তাঁরই ডাকে ফের একবার কলকাতা আসতে চলেছেন সলমন। সব ঠিক থাকলে, এবারের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে। তবে অন্যবারের মতো এবারও বলিউড বাদশা শাহরুখ খান আসবেন কিনা, তা এখনও স্পষ্ট জানা যায়নি। আবার সলমন খান আসলে অভিতাভ বচ্চন বা জয়া বচ্চন আসবেন কিনা, তাও পরিষ্কার নয়। দুই পক্ষের কী সম্পর্ক, তা তো কাউকে আলাদা করে বলার নয়। 

উল্লেখ্য, ১২ তারিখ অর্থাৎ কালীপূজো-দিওয়ালির দিন মুক্তি পাচ্ছে সলমন খানের নতুন সিনেমা। বলিউডের ‘স্পাই ইউনিভার্স’-এর নতুন ছবি এটি। মনিশ শর্মা পরিচালিত এই ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমিকে। জল্পনা, এই ছবিতে আবার নিজের ‘পাঠান’ অবতার ক্যামিও করবেন শাহরুখ খান। ‘ওয়ার’ ছবির কবীর হয়ে দেখা যেতে পারে হৃত্তিক রোশনকেও বলে খবর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *