কলকাতা: সাতসকালে জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তীর প্রয়াণের খবরে তোলপাড় টলিউড ইন্ডাস্ট্রি৷ খবর শুনে রীতিমত বিস্মিত তাঁর ভক্তকূল৷ সকলেই জানতে চাইছেন সত্যিই কি তাই? কারণ ২০২২ সালের ৩১অক্টোবর অভিনেতা হারিয়েছেন স্ত্রী সোনালি চক্রবর্তীকে৷ এ বার শোনা যায় তাঁর নাকি মৃত্যু হয়েছে! তবে জানা গিয়েছে, একেবারে দিব্যি আছেন অভিনেতা৷
শঙ্কর চক্রবর্তী সংবাদমাধ্যমে জানান, ‘দিব্যি আছি। ভালো আছি। সকাল থেকে একের পর এক ফোন এসেই চলেছে। কী করে যে এমন খবর ছড়াল’!
স্ত্রী সোনালি চক্রবর্তীর মৃত্যুর পর একাই থাকেন শঙ্কর চক্রবর্তী। মেয়ে থাকেন মুম্বইয়ে। নিয়মিত ফ্লোরেও যান। সম্প্রতি অসুস্থ হয়েছিলেন বটে। তবে এখন একেবারেই সুস্থ। এরকম করে মৃত্যুর গুঞ্জন নিয়ে অভিনেতা বেশ বিরক্ত।