উন্মুক্ত উরু, ব্রা-লেটে স্পষ্ট বক্ষ বিভাজিকা, বোল্ড অবতারে ধরা দিলেন সারা

উন্মুক্ত উরু, ব্রা-লেটে স্পষ্ট বক্ষ বিভাজিকা, বোল্ড অবতারে ধরা দিলেন সারা

মুম্বই: সারা আলি খান মানেই উষ্ণতা৷ সেনসেশন৷ পতৌদি পরিবারের মেয়ে সারার শরীরী আবেদনে ডুব দিয়েছেন বহু সিনেপ্রেমী৷ একের পর এক উষ্ণতা মাখানো ছবি পোস্ট করে নেটপাড়ায় আরও একবার ঝড় তুললেন লাস্যময়ী অভিনেত্রী৷ তাঁর রূপে আরও একবার মোহিত হল সাইবার দুনিয়ার বাসিন্দারা৷  

আরও পড়ুন- সঙ্গমের নেশায় বন্ধুর স্ত্রীকেও ছাড়েননি রণবীর, ৫ বছরের সম্পর্কে ছেদ, জানেন তাঁর পরিচয়?

sara

হাই থাই স্লিট স্কার্টে উন্মুক্ত উরু, ব্রা-লেটে সুস্পষ্ট বক্ষবিভাজিকা৷ ছবি দিতেই উষ্ণতার ঝড়ে পুড়তে শুরু করে নেটপাড়া৷ সইফ কন্যায় আবেদনশীল শরীর থেকে চোখ ফেরানোই দায়৷ এক সময় এই সারারই ওজন ছিল ৯৬ কেজি৷ সেখান থেকে নিজেকে তৈরি করে বলিউডে পাকা জায়গা করে তুলেছেন তিনি৷ নিজেকে করে তুলেছেন স্লিম অ্যান্ড সেক্সি৷ মা, বাবা বা ঠাকুমার পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের দক্ষতায় বলিউডে নিজের পায়ের তলার মাটি পাকা করেছেন সারা৷ কেদারনাথ ছবি দিয়ে বলিউড এন্ট্রি হয়েছিল তাঁর৷ তার পর একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি৷ 

সারা

এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়৷ তার রূপে মজেছে সাইবারবাসী৷ আরও একবার বোল্ড অবতারে নিজেকে মেলে ধরেছেন সারা৷ খোলা চুল আর হালকা মেকআপে তিনি লাস্যময়ী৷ ব্রা-লেটে ঠিকরে বেরনো ক্লিভেজ দেখে অনেকেরই ঘাম ছুটেছে৷ এই হট ছবির সঙ্গে একটি শায়েরিও শেয়ার করেছেন সারা৷ লিখেছেন, ‘কাশ কভি ইউ হো না হসরতে না জুনুন হো, তেরা খেয়াল হো অউর তু হো দিল মে বাস সুকুন হো৷’

আরও পড়ুন- মিলল না রেহাই, পর্ন-কাণ্ডে রাজ কুন্দ্রাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

সারা

তবে কি কারও প্রেমে পড়েছেন সারা? কার জন্য এই ভালোবাসার বার্তা? তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী৷ তবে ছবি শেয়ার হওয়ার এক দিনের মধ্যে তাতে লাইক পড়েছে ১৬ লক্ষের বেশি৷ মেয়ের এই অবতার দেখে হতবাক বাবা সইফ আলি খানও৷ তিনিও ইমোজি দিয়ে কমেন্ট করেছেন৷ আসলে রোহন শ্রেষ্ঠার ফটোশ্যুটে নিজেকে উড়ার করে দিয়েছেন বলিউড ডিভা৷ আপাতত ‘আতরঙ্গি’ ছবির শ্যুটিং শেষ করেছেন সারা৷ এই ছবিতে অক্ষয় কুমার ও ধনুষের সঙ্গে দেখা যাবে তাঁকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =