সাসুরাল সিমার কা খ্যাত সারা খান অভিনেতা-প্রযোজক কৃষ পাঠকের সঙ্গে এক বছর চুটিয়ে প্রেম করার পর তাঁকে সম্প্রতি বিয়ে করেছেন। তাঁরা ৬ অক্টোবর, ২০২৫ তারিখে আদালতে রেজিস্ট্রি করেছেন। ইনস্টাগ্রামে তাঁদের বিবাহের শংসাপত্র শেয়ার করে সারা খান একটি পোস্ট লিখেছেন।
View this post on Instagram
জানা গিয়েছে কৃষ এবং সারা ডিসেম্বরে তাঁদের সোশ্যাল ম্যারেজ সম্পন্ন করবেন। আসন্ন জমকালো বিবাহ সম্পর্কে তাঁরা যে বেশ উত্তেজিত, তা তাঁদের পোস্টের উত্তেজনা থেকেই অনুমান করা যায়। কৃষ বলেন, “আমাদের কোর্ট ম্যারেজ ছিল একটি অন্তরঙ্গ সম্পর্ক। কিন্তু আশা করি আমাদের ডিসেম্বরের বিয়ে ধামাকা, নাচ-গান এবং উদযাপনে পূর্ণ হবে।” সারা বলেন, “আমি তাঁর ছবি দেখে নিজের অনুভূতি অনুভব করেছি। আমরা চ্যাট শুরু করেছিলাম এবং পরের দিন দেখা করেছিলাম। আমি তাকে আগেই বলেছিলাম যে আমি কোনও সাধারণ জিনিস খুঁজছি না – আমি থিতু হতে প্রস্তুত।”
সারা খানের প্রথম বিয়ে ছিল অভিনেতা আলি মার্চেন্টের সঙ্গে। তাঁর সঙ্গে সারা বিগ বস ৪-এর সেটে দেখা করেছিলেন। ২০১০ সালে বিগ বসের ঘরে তাদের ইসলামিক বিয়ে হয়েছিল। দুই মাসের মধ্যেই মতবিরোধ বেড়ে যায় এবং ২০১১ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। এৎপর সারা খান একটি ডেটিং অ্যাপে কৃষ পাঠকের সঙ্গে পরিচয় করেন এবং এক বছর প্রেম করার পর, ৬ অক্টোবর তারা দুজনে তাদের কোর্ট ম্যারেজ করেন।
Bigg Boss fame Sara Khan marries actor-producer Krish Pathak, son of Ramayan’s Lakshman Sunil Lahri, in an intimate court ceremony on October 6, 2025. The couple plans a grand wedding in December.










