কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত যুবককে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত৷ শুক্রবার রাতেই আটক করা হয়েছিল তাকে৷ শনিবার সকালে গ্রেফতারের পর আজই শিয়ালদহ আদালতে তোলা হয় অভিযুক্তকে৷
শুক্রবার সকালে আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ৷ শরীরে ছিল একাধিক ক্ষত৷ শরীর প্রায় নগ্ন৷ ঘটনার তদন্তে নেমে হাসপাতালের সিসিটিভি ফুটেজ ও হল থেকে উদ্ধার হেডফোনের ছেড়া অংশের সূত্র ধরে অভিযুক্তকে আটক করা হয়৷ পুলিশি জেরায় নিের অপরাধ কবুলও করে নিয়েছে ওই যুবক৷
তবে নিজের কৃতকর্মের জন্য একটুও অনুতপ্ত নয় অভিযুক্ত৷ তদন্তকারীদের একটি অংশের দাবি, জেরার সময় দোষ কবুল করে নিয়ে অভিযুক্ত বলেছে, ‘‘ফাঁসি দিলে দিন।’’ পুলিশ সূত্রে খবর, ধৃতের মোবাইলে রয়েছে গুচ্ছ গুচ্ছ পর্নোগ্রাফির ভিডিয়ো। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত যুবকের মানসিক বিকৃতি রয়েছে। সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। এদিন তার হয়ে আদালতে সওয়াল করেনি কোনও আইনজীবী৷