ড্রাগ মামলায় জড়াল শাহরুখ-রণবীরোর নাম, শীঘ্রই সমন পাঠাতে পারে  NCB

মুম্বই: বলিউডের শীর্ষস্থানীয় তারকা শাহরুখ খান, রণবীর কাপুর, অর্জুন রামপাল এবং দিনো মোরিয়ার নাম বলিউডের ড্রাগ কার্টেল মামলায় উঠে এসেছে। হিন্দি প্রথম সারির এক সংবাদপত্রের একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। অন্য একটি সংবাদমাধ্যমে মঙ্গলবার জানানো হয়েছে, বলিউডের তিন ব্যক্তি, যাদের নামের অদ্যক্ষর S, R ও A- এমন তিন অভিনেতা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর নিশানায় রয়েছে।

মুম্বই: বলিউডের শীর্ষস্থানীয় তারকা শাহরুখ খান, রণবীর কাপুর, অর্জুন রামপাল এবং দিনো মোরিয়ার নাম বলিউডের ড্রাগ কার্টেল মামলায় উঠে এসেছে। হিন্দি প্রথম সারির এক সংবাদপত্রের একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। অন্য একটি সংবাদমাধ্যমে মঙ্গলবার জানানো হয়েছে, বলিউডের তিন ব্যক্তি, যাদের নামের অদ্যক্ষর S, R ও A- এমন তিন অভিনেতা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর নিশানায় রয়েছে।

অনুমান, এই চারজন হলেন S = শাহরুখ খান; R = রণবীর কাপুর; A = অর্জুন রামপাল এবং D = দিনো মোরিয়া। এই চারটি নাম হিন্দি ওই সংবাদপত্রে উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে, এনসিবি সম্ভবত পুরো হোমওয়ার্ক করার পরে তাদের কাছে সমন পাঠিয়ে দেবে। নাম প্রকাশ না করার শর্তে এনসিবির এক কর্মকর্তা বলিউডের এই ব্যক্তিদের নাম প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। মঙ্গলবার অন্য সংবাদমাধ্যমটি জানায় যে তিনটি বড় নাম এ-লিস্টারদের মধ্যে রয়েছে, তাদের খুব শীঘ্রই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তলব করতে পারে। এনসিবি বলিউডে ড্রাগ সম্পর্কিত তদন্ত চালিয়েছে, এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার সঙ্গে সম্পর্কিত ড্রাগ ড্রাগস মামলার ক্ষেত্রে এই চার শীর্ষস্থানীয় পুরুষ অভিনেতাকে তলব করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ‘শাহরুখ কেন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন দেন?’ সুহানার বর্ণবিদ্বেষের বিরোধিতাকে কটাক্ষ

গত সপ্তাহে তদন্ত চলাকালীন, এনসিবি ওষুধের মামলায় বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে ডেকে পাঠিয়েছিল। চারজন অভিনেত্রী প্রশ্নোত্তর পর্বে কোনও মাদকদ্রব্য গ্রহণ সেবন করার কথা অস্বীকার করেন। এদিকে এনসিবির তরফে বলা হয়েছে, তারা অভিনেত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ খতিয়ে দেখবেন। সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই তাঁদের গত তিন বছরে যে ক্রেডিট কার্ড প্রদান করেছে তা যাচাই করে দেখেছে। এই সময়ে মাদকের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন কোনও আর্থিক লেনদেন করা হয়েছিল কিনা তা অনুসন্ধান করার জন্য এটি করা হচ্ছে। NCB ইতিমধ্যে সুশান্তের প্রাক্তন ব্যবস্থাপক শ্রুতি মোদী, ধর্মা প্রোডাকশনের প্রাক্তন নির্বাহী নির্মাতা ক্ষিতিজ প্রসাদ রবি, প্রতিভা পরিচালন এজেন্সির সিইও ধ্রুব চিতগোপেকার, প্রযোজক মধু মন্টেনা ভার্মা এবং আরও কয়েকজনের বক্তব্য রেকর্ড করেছে। NCB এই মামলায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তার ভাই শৌভিক, সুশান্তের বাড়ির ব্যবস্থাপক স্যামুয়েল মিরান্ডা, ব্যক্তিগত কর্মী দিপেশ সাওয়ান্ত এবং বেশ কয়েকটি মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 15 =